মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম -
(ক) ভার্টিব্রা
(খ) টিবিয়া
(গ) হিউমেরাস
(ঘ) ফিমার
উত্তরঃ (গ) হিউমেরাস
১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো -
(ক) গোরু
(খ) ছাগল
(গ) শিয়াল
(ঘ) ভেড়া
উত্তরঃ (গ) শিয়াল
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো -
(ক) রুইমাছ
(খ) কেঁচো
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তরঃ (খ) কেঁচো
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোন্ রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তরঃ যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টীকা দেওয়া হয়।
২.২ কোন্ অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তরঃ হৃৎপিন্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।
২.৩ কোন্ ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান থাকে?
উত্তরঃ দোঁয়াশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান থাকে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তরঃ আমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল -
(ক) লোহার জিনিসের উপর মরচে ধরা।
(খ) দুধ থেকে দই তৈরি করা।
৩.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো?
উত্তরঃ বৃষ্টির জল ধরে রাখার জন্য যে যে কাজ করবো তা নীচে আলোচনা করা হল -
প্রথমত, উন্মক্ত জায়গায় বৃষ্টির জলকে ধরে রেখে জলকে পরিস্রুত করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়।
দ্বিতীয়ত, তাছাড়া বৃষ্টির জল ধরে রেখে বাড়ির নানা কাজে যেমন - বাসন মাজা, কাপড় কাচা, ঘরমোছা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
তৃতীয়ত, কোনো নির্দিষ্ট জলাশয়ে বৃষ্টির জল ধরে রেখে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ মাটি কীভাবে তৈরি হয়?
উত্তরঃ প্রধানত আবহবিকারের জন্য অর্থৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির সাহায্যে যেমন - সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোত ইত্যাদির দ্বারা ভূপৃষ্ঠের উপরের শিলা ক্রমাগত ক্ষয় হয়ে ভেঙে শিলা চূর্ণে পরিনত হয়। শিলাচুর্ণের এই স্তরকে রেগোলিথ বলে। শিলাচূর্ণের মহ্যেকার খনিজ গুলির রাসায়নিক বিয়োজক ও শিলাচূর্ণের সাথে বভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। এই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বা রেগলিথ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিনত হয়।
Other Model Activity Task : Model Activity Task 2022
এই সমস্ত মডেল অ্যাক্টিভিটি প্রশ্ন ও উত্তর ছাত্র ছাত্রীদের খুবই উপকারে আসছে। সকলকে ধন্যবাদ জানাই।
উত্তরমুছুনধন্যবাদ আপনাদের
উত্তরমুছুন