মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রথম শ্রেণি
Ability To Correlate
১. এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো :
(i) ধারে, বক, হাঁস, নদীর , ও
উত্তরঃ নদীর ধারে বক ও হাঁস।
(ii) পাখির, হলো, ডাকে, ভোর
উত্তরঃ পাখির ডাকে ভোর হলো।
(iii) আছে, মাছ, পুকুরে, অনেক
উত্তরঃ পুকুরে অনেক মাছ আছে।
২. বাঁদিকের সাথে ডানদিক দাগ দিয়ে মেলাও :
ক |
খ |
আমি |
আঁকো |
তুমি |
আঁকে |
রমা |
আঁকি |
উত্তরঃ
৩. Match the colours with the objects :
|
Objects |
Colours |
(i) |
Chalk |
Black |
(ii) |
Leaf |
Red |
(iii) |
Tomato |
Green |
(iv) |
Hair |
White |
Answer :
৪. ফাঁকা ঘরে '+' বা '-' - বসাও :
(i) ৫ ⬜ ৪ = ৯
উত্তরঃ ৫ + ৪ = ৯
(ii) ৯ ⬜ ২ = ৭
উত্তরঃ ৯ - ২ = ৭
(iii) ৭ ⬜ ১ = ৬
উত্তরঃ ৭ - ১ = ৬
(iv) ৩ ⬜ ৫ = ৮
উত্তরঃ ৩ + ৫ = ৮
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ