Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 2

Current Affairs / General Knowledge in Bengali Part 2


প্রশ্নঃ সম্প্রতি শুধাংশু মিত্তালের লেখা Rashtriya Swayamsevak Sangh শিরোনামে বইটি কোন্‌ ভাষায় অনুবাদ করা হলো? -

(ক) বাংলা

(খ) চাইনিজ

(গ) উর্দু

(ঘ) নেপালি

উত্তরঃ (খ) চাইনিজ


প্রশ্নঃ রাজ্যসভার ডেপুটি লিডার হিসেবে নিযুক্ত হলেন কে? -

(ক) নীতিন গাদকরী

(খ) পিযুষ গোয়েল

(গ) মুখতার আব্বাস নাকভী

(ঘ) অর্জুন মুন্ডা

উত্তরঃ (গ) মুখতার আব্বাস নাকভী


প্রশ্নঃ সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন্‌ আন্দোলনে? -

(ক) চিপকো আন্দোলন

(খ) নর্মদা বাঁচাও আন্দোলন

(গ) সাইলেন্ট ভ্যালি আন্দোলন

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) চিপকো আন্দোলন


প্রশ্নঃ কাকে ভারতের "গ্র্যান্ড ওল্ড ম্যান" বলা হয়? -

(ক) গোপালকৃষ্ণ গোখলে

(খ) লাল বাহাদুর শাস্ত্রী

(গ) মদনমোহন মালব্য

(ঘ) দাদাভাই নৌরোজি

উত্তরঃ (ঘ) দাদাভাই নৌরোজি


প্রশ্নঃ যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোন্‌টি ক্ষতিকারক? -

(ক) তামা

(খ) ক্যাডমিয়াম

(গ) পারদ

(ঘ) সিসা

উত্তরঃ (ঘ) সিসা


প্রশ্নঃ চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত? -

(ক) টাইফুন

(খ) টর্ণেডো

(গ) হ্যারিকেন

(ঘ) সাইক্লোন

উত্তরঃ (ক) টাইফুন


প্রশ্নঃ নীচের কোন্‌টি দূষণহীন বিদ্যুৎশক্তি উৎপাদিত হয়? -

(ক) জলবিদ্যুৎ

(খ) তাপবিদ্যুৎ

(গ) কৃত্রিমবিদ্যুৎ

(ঘ) পারমণবিক বিদ্যুৎ

উত্তরঃ (ক) জলবিদ্যুৎ


প্রশ্নঃ কোন্‌ সংস্থা 'কলিঙ্গ পুরস্কার' প্রদান করে? -

(ক) UNHCR

(খ) WHO

(গ) UNICEF

(ঘ) UNESCO

উত্তরঃ (ঘ) UNESCO


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close