Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ দিল্লী সরকার, বাস যাত্রীদের Real Time তথ্য দেওয়ার জন্য কোন সংস্থার সঙ্গে পার্টনারশীপ করেছে? -
(ক) Google
(খ) Microsoft
(গ) Twitter
(ঘ) Facebook
উত্তরঃ (ক) Google
প্রশ্নঃ প্রেগন্যান্ট মহিলাদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য "Mathurkavacham" ক্যাম্পেইন লঞ্চ করলো কোন্ রাজ্য সরকার? -
(ক) কেরালা
(খ) তামিলাড়ু
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ (ক) কেরালা
প্রশ্নঃ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয় কবে? -
(ক) ১৫ জুলাই
(খ) ১৬ জুলাই
(গ) ১৭ জুলাই
(ঘ) ১৮ জুলাই
উত্তরঃ (গ) ১৭ জুলাই
প্রশ্নঃ নিউট্রি-গার্ডেন প্রজেক্টের জন্য "SKOCH Award" পেলো আসামের কোন্ জেলা? -
(ক) মাজুলি
(খ) কাছাড়
(গ) জোড়হাট
(ঘ) শিলচর
উত্তরঃ (খ) কাছাড়
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার টোকিও অলিম্পিকে গ্রহণকারী রাজ্যের প্রতিটি অ্যাথলেটিককে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলো? -
(ক) ওড়িশা
(খ) কেরালা
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ আকবরের সেনাপতির নাম হলো -
(ক) কুরু
(খ) মীরজাফর
(গ) মানসিংহ
(ঘ) মালিক কাফুর
উত্তরঃ (গ) মানসিংহ
প্রশ্নঃ আন্নামালাই পর্বত কোন্ রাজ্যের অবস্থিত -
(ক) জম্মু-কাশ্মীর
(খ) উত্তরাখন্ড
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) কেরাল
উত্তরঃ (ঘ) কেরাল
প্রশ্নঃ নীচের কোন্ গ্যাস সবচেয়ে হালকা -
(ক) হাইড্রোজেন
(খ) মিথেন
(গ) নাইট্রোজেন
(ঘ) অক্সিজেন
উত্তরঃ (ক) হাইড্রোজেন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ