Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ রাজ্যসভার নেতা কাকে নিয়ুক্ত করা হয়েছে? -
(ক) পীযূষ গোয়েল
(খ) নির্মলা সীতারমন
(গ) এস জয়শঙ্কর
(ঘ) আমিত শাহ
উত্তরঃ (ক) পীযূষ গোয়েল
প্রশ্নঃ দুধ ও দুধজাত দ্রব্য উৎপাদনে কোন্ রাজ্য প্রথম -
(ক) কর্নাটক
(খ) পশ্চিমবঙ্গ
(গ) মহারাষ্ট্র
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
প্রশ্নঃ তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে -
(ক) জলদূষণের জন্য
(খ) বায়ুদূষণের জন্য
(গ) অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য
(ঘ) ওজোন স্তর নষ্ট হওয়ার জন্য
উত্তরঃ (গ) অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য
প্রশ্নঃ সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? -
(ক) নাব্রা উপত্যকাতে
(খ) কোটা উপত্যকাতে
(গ) পাটলী
(ঘ) চৌখাম্বা উপত্যকাতে
উত্তরঃ (ক) নাব্রা উপত্যকাতে
প্রশ্নঃ কোন্ শহর "The City That Never Sleeps" নামে পরিচিত? -
(ক) মুম্বাই
(খ) নিউইয়র্ক
(গ) হংকং
(ঘ) মেক্সিকো
উত্তরঃ (খ) নিউইয়র্ক
প্রশ্নঃ "সাইলেন্ট ভ্যালি" অবস্থিত -
(ক) মধ্যপ্রদেশ
(খ) উত্তরপ্রদেশ
(গ) পাঞ্জাবে
(ঘ) কেরলায়
উত্তরঃ (ঘ) কেরলায়
প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি কোন্ ভাষায় রচনা করেছেন? -
(ক) সংস্কৃত
(খ) হিন্দী
(গ) ইংরেজি
(ঘ) বাংলা
উত্তরঃ (ঘ) বাংলা
প্রশ্নঃ "মালবিকাগ্নিমিত্রম" গ্রন্থের রচয়িতা -
(ক) বিশাখা দত্ত
(খ) ভারবি
(গ) কালিদাস
(ঘ) আর্যভট্ট
উত্তরঃ (গ) কালিদাস
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ