Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 22-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 22-07-2021/ Daily Current Affairs Today Part 3

 Current Affairs / General Knowledge in Bengali Part 3



প্রশ্নঃ জার্মানিতে অনুষ্ঠিত Sparkassen Trophy জিতলো কোন্‌ ভারতীয় দাবাড়ু? -

(ক) কোণেরু হাম্পী

(খ) অভিমন্যু মিশ্র

(গ) নিহাল সারিন

(ঘ) বিশ্বনাথন আনন্দ

উত্তরঃ (ঘ) বিশ্বনাথন আনন্দ


প্রশ্নঃ বিশ্বে প্রথম "Carbon Border Tax" জারি করতে চলেছে কোন্‌ সংস্থা? -

(ক) জাতি সংঘ

(খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা

(গ) ইউরোপিয়ান ইউনিয়ন

(ঘ) আমেরিকা

উত্তরঃ (গ) ইউরোপিয়ান ইউনিয়ন


প্রশ্নঃ সম্প্রতি, প্রয়াত মামনুন হুসাইন কোন্‌ দেশের প্রাপ্তন রাষ্ট্রপতি ছিলেন? -

(ক) ভারত

(খ) পাকিস্তান

(গ) বাংলাদেশ

(ঘ) আফগানিস্তান

উত্তরঃ (খ) পাকিস্তান


প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? -

(ক) ৯ই জুলাই

(খ) ১০ই জুলাই

(গ) ১১ই জুলাই

(ঘ) ১২ই জুলাই

উত্তরঃ (গ) ১১ই জুলাই


প্রশ্নঃ কোন্‌টিকে কোষের শক্তিঘর বলা হয়? -

(ক) মাইটোকনড্রিয়া

(খ) রাইবোজোম

(গ) সাইটোপ্লাজম

(ঘ) ক্লোরোফিল

উত্তরঃ (ক) মাইটোকনড্রিয়া


প্রশ্নঃ কোন্‌ ফলে সবচেয়ে বেশি লৌহ পাওয়া যায় -

(ক) আপেল

(খ) স্ট্রবেরি

(গ) কলা

(ঘ) আনারস

উত্তরঃ (গ) কলা


প্রশ্নঃ ভারতের ইতিহাসে কে "কুনিক" নামে পরিচিত? -

(ক) আশোক

(খ) বিন্দুসার

(গ) অজাতশত্রু

(ঘ) বিম্বিসার

উত্তরঃ (গ) অজাতশত্রু


প্রশ্নঃ রাধামোহন কাপ কোন্‌ খেলার সঙ্গে যুক্ত -

(ক) ক্রিকেট

(খ) হকি

(গ) নৌকা চলা

(ঘ) পোলো

উত্তরঃ (ঘ) পোলো


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close