LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 7
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 7

 Current Affairs / General Knowledge in Bengali Part 7



প্রশ্নঃ সম্প্রতি, কোন্‌ দেশ S - 500 মিসাইল সিস্টেমের সফল পরীক্ষন করেছে? -

(ক) ফ্রান্স

(খ) রাশিয়া

(গ) মার্কিন যুক্তরাষ্ট্র

(ঘ) চীন

উত্তরঃ (খ) রাশিয়া


প্রশ্নঃ নিম্নলিখিত কোন্‌টি "আরোগ্য রক্ষক" নামে একটি স্বাস্থ্য বীমা যোজনা শুরু করেছে? -

(ক) LIC

(খ) Axis Bank

(গ) Yes Bank

(ঘ) HDFC Bank

উত্তরঃ (ক) LIC


প্রশ্নঃ কোন্‌ ক্রিকেটার আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ দ্রুততম ১৪টি সেঞ্চুরি করল? -

(ক) স্টিভ স্মিথ

(খ) বিরাট কোহলি

(গ) ক্রিস গেইল

(ঘ) বাবর আজম

উত্তরঃ (ঘ) বাবর আজম


প্রশ্নঃ কোন্‌ রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে রাজ্যের কাপু সম্প্রদায় ও অন্যান্য অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দুর্বল সম্প্রদায়কে কত শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করল? -

(ক) ৫%

(খ) ১০%

(গ) ২৫%

(ঘ) ৩০%

উত্তরঃ (খ) ১০%


প্রশ্নঃ ভারত সরকার Stand Up India Scheme এর মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানো হলো -

(ক) ২০২২ সাল

(খ) ২০২৩ সাল

(গ) ২০২৪ সাল

(ঘ) ২০২৫ সাল

উত্তরঃ (ঘ) ২০২৫ সাল


প্রশ্নঃ "National Broadcastiong Day" পালন করা হয় কবে? -

(ক) ২২শে জুলাই

(খ) ২৩শে জুলাই

(গ) ২৪শে জুলাই

(ঘ) ২৫শে জুলাই

উত্তরঃ (খ) ২৩শে জুলাই


প্রশ্নঃ ঘণ্টায় 600 কিমি গতিসম্পন্ন ম্যাগলেভ ট্রেন তৈরি করলো কোন্‌ দেশ? -

(ক) আমেরিকা

(খ) জাপান

(গ) রাশিয়া

(ঘ) চীন

উত্তরঃ (ঘ) চীন


প্রশ্নঃ গৌতম বুদ্ধের অপর নাম কি? -

(ক) শাক্য সিংহ

(খ) তথাগত

(গ) সিদ্ধার্থ

(ঘ) উপরের সবগুলি

উত্তরঃ (ঘ) উপরের সবগুলি


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close