Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 19-07-2021/ Daily Current Affairs Today Part 7
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 19-07-2021/ Daily Current Affairs Today Part 7

 Current Affairs / General Knowledge in Bengali Part 7


প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? -

(ক) ১৯০৫ সালে

(খ) ১৯১৪ সালে

(গ) ১৯১৯ সালে

(ঘ) ১৯২১ সালে

উত্তরঃ (গ) ১৯১৯ সালে


প্রশ্নঃ মানব শরীরের কোন্‌ অঙ্গে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে? -

(ক) লিভার

(খ) প্যানক্রিয়াস

(গ) পাকস্থলী

(ঘ) অস্ত্র

উত্তরঃ (ক) লিভার


প্রশ্নঃ Black Death এবং White Death নামে পরিচিত কে? -

(ক) হাম ও বসন্ত

(খ) প্লেগ ও যক্ষ্মা

(গ) কালাজ্বর ও জ্বর

(ঘ) উপরের সবগুলিই

উত্তরঃ (খ) প্লেগ ও যক্ষ্মা

 

প্রশ্নঃ নীল দর্পন কার রচনা? -

(ক) প্যারীচাঁদ মিত্র

(খ) রেভারেন্ড জেমস লং

(গ) মাইকেল মধুসূধন দত্ত

(ঘ) দীনবন্ধু মিত্র

উত্তরঃ (ঘ) দীনবন্ধু মিত্র

 

প্রশ্নঃ বাওম্যানস ক্যাপসুল কোথায় অবস্থিত? -

(ক) বৃক্ক

(খ) মস্তিষ্ক

(গ) ফুসফুস

(ঘ) হৃৎপিন্ড

উত্তরঃ (ক) বৃক্ক


প্রশ্নঃ ১ঘন্টার ৬০ ভাগের এক ভাগ কে বলা হয়-

(ক) দিন

(খ) সেকেন্ড

(গ) মিনিট

(ঘ) ঘন্টা

উত্তরঃ (গ) মিনিট


প্রশ্নঃ তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা - 

(ক) ভুটান

(খ) সিঙ্গাপুর

(গ) মায়ানমার

(ঘ) বাংলাদেশ

উত্তরঃ (ক) ভুটান


প্রশ্নঃ চাণক্যের আসল নাম কি? -

(ক) বিষ্ণ গুপ্ত

(খ) বিষ্ণ দাস

(গ) বিষ্ণ শর্মা

(ঘ) বিশাখ দত্ত

উত্তরঃ (ক) বিষ্ণ গুপ্ত


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close