Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন্ শহরে আন্তর্জাতিক সহযোগিতা এবং কনভেনশন সেন্টার "রুদ্রাক্স" এর উদ্বোধন করেছেন? -
(ক) বারাণসী
(খ) পাটনা
(গ) রাঁচি
(ঘ) ইন্দোর
উত্তরঃ (ক) বারাণসী
প্রশ্নঃ পৃথিবীর সূর্য পরিক্রমন গতিবেগ -
(ক) ১০ কিমি/সেকেন্ড
(খ) ২০ কিমি/সেকেন্ড
(গ) ৩০ কিমি/সেকেন্ড
(ঘ) ৪০ কিমি/সেকেন্ড
উত্তরঃ (গ) ৩০ কিমি/সেকেন্ড
প্রশ্নঃ কাপড় কাচার সোডার রাসায়নিক নাম -
(ক) ম্যাগনেশিয়াম অক্সাইড
(খ) ডয়টোরিয়াম অক্সাইড
(গ) ক্যালশিয়াম সালফেট
(ঘ) সোডিয়াম কার্বনেট
উত্তরঃ (ঘ) সোডিয়াম কার্বনেট
প্রশ্নঃ সূর্য যখন কোনো দ্রাঘিমা রেখার মাথার উপরে আসে তখন ওই দ্রাঘিমায় হয় -
(ক) রাত্রি
(খ) গোধূলি
(গ) মধ্যাহ্ন
(ঘ) সকাল
উত্তরঃ (গ) মধ্যাহ্ন
প্রশ্নঃ ভারতের হিমালয়ের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গের নাম কি -
(ক) ফলটু
(খ) গডউইন অস্টিন
(গ) কাঞ্চনজঙ্ঘা
(ঘ) সান্দাকাফু
উত্তরঃ (গ) কাঞ্চনজঙ্ঘা
প্রশ্নঃ "বিহু" - কোথাকার লোকনৃত্য -
(ক) গুজরাটের
(খ) অসমের
(গ) রাজস্থানের
(ঘ) উত্তর প্রদেশের
উত্তরঃ (খ) অসমের
প্রশ্নঃ কলকাতা হাই কোর্ট কত সালে স্থাপিত হয়? -
(ক) ১৮৫২ সালে
(খ) ১৮৬২ সালে
(গ) ১৮৬৫ সালে
(ঘ) ১৮৬৮ সালে
উত্তরঃ (খ) ১৮৬২ সালে
প্রশ্নঃ ইউরোপিয়ান নন, এমন প্রথম নোবেল জয়ী ব্যাক্তি হলেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সি ভি রমন
(গ) আলবার্ট আইনস্ট্যাইন
(ঘ) জন ন্যাশ
উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ