Current Affairs / General Knowledge in Bengali Part 8
প্রশ্নঃ World University Summit 2021 এর উদ্বোধন করলেন কে? -
(ক) ধর্মেন্দ্র প্রধান
(খ) অমিত শাহ
(গ) রামনাথ কোবিন্দ
(ঘ) ভেঙ্কাইয়া নাইডু
উত্তরঃ (ঘ) ভেঙ্কাইয়া নাইডু
প্রশ্নঃ "Shifting orbits : decoding the trajectory of the Indian startup ecosystem" নামে বইটি লিখেছেন কে? -
(ক) সুশীল চন্দ্র
(খ) অমিতাভ কান্ত
(গ) সুনীত শর্মা
(ঘ) অমিতাভ বচ্চন
উত্তরঃ (খ) অমিতাভ কান্ত
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার আয়ুর্বেদের প্রচারের জন্য "Devaraya" প্রকল্প চালু করল? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) সিকিম
(গ) উত্তরাখন্ড
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (ক) মধ্যপ্রদেশ
প্রশ্নঃ ভারতের কোন্ হাইকোর্ট সর্বপ্রথম আদালতের কার্যাবলীর লাইভ স্ট্রিমিং শুরু করেছে? -
(ক) গুজরাত হাইকোর্ট
(খ) রাজস্থান হাইকোর্ট
(গ) হরিয়ানা হাইকোর্ট
(ঘ) কোলকাতা হাইকোর্ট
উত্তরঃ (ক) গুজরাত হাইকোর্ট
প্রশ্নঃ সম্প্রতি, UNESCO দ্বারা হরপ্পা সভ্যতার এক শহর "ধোলাভিরা" - কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) হরিয়ানা
(খ) রাজস্থান
(গ) তেলেঙ্গানা
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ