Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার "দলিত বন্ধু যোজনা" শুরু করেছে? -
(ক) তামিলনাড়ু
(খ) তেলেঙ্গানা
(গ) কেরালা
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (খ) তেলেঙ্গানা
প্রশ্নঃ Pedro Castillo কোন্ দেশের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হতে চলেছেন? -
(ক) উরুগুয়ে
(খ) ইকুয়েডর
(গ) ব্রাজিল
(ঘ) পেরু
উত্তরঃ (ঘ) পেরু
প্রশ্নঃ পায়রার বায়ুথলির সংখ্যা -
(ক) ৭
(খ) ৯
(গ) ১২
(ঘ) ২৩
উত্তরঃ (খ) ৯
প্রশ্নঃ বায়ু কি পদার্থ? -
(ক) জলীয় পদার্থ
(খ) মিশ্র পদার্থ
(গ) যৌগিক পদার্থ
(ঘ) মৌলিক পদার্থ
উত্তরঃ (খ) মিশ্র পদার্থ
প্রশ্নঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন্ খাল? -
(ক) করিনিথয়ান খাল
(খ) গ্র্যান্ড ক্যানিয়ন
(গ) সুয়েজ খাল
(ঘ) পানামা খাল
উত্তরঃ (গ) সুয়েজ খাল
প্রশ্নঃ বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার হলেন -
(ক) রাজীব কুমার
(খ) সুপ্রতিম সরকার
(গ) রাজীব মিশ্র
(ঘ) সুরজিৎ কর পুরকায়স্থ
উত্তরঃ (খ) সুপ্রতিম সরকার
প্রশ্নঃ করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? -
(ক) ছত্রিশগড়
(খ) কর্ণাটক
(গ) ঝাড়খন্ড
(ঘ) উত্তরাখন্ড
উত্তরঃ (ঘ) উত্তরাখন্ড
প্রশ্নঃ কৌশলের কোন্ রাজা বুদ্ধের শিষ্য ছিলেন -
(ক) প্রসেনজিৎ
(খ) রানা সিং
(গ) বীর প্রতাপ
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ (ক) প্রসেনজিৎ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ