Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন্ স্তরে মেরুপ্রভা দেখা যায় -
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) স্ট্যাটোস্ফিয়ার
(ঘ) আয়োনোস্ফিয়ার
উত্তরঃ (ঘ) আয়োনোস্ফিয়ার
প্রশ্নঃ ২০২২ সালে কমনওয়েলথ গেমস কোথায় হবে? -
(ক) নয়াদিল্লি
(খ) লন্ডন
(গ) কেপটাউন
(ঘ) বার্মিংহাম
উত্তরঃ (ঘ) বার্মিংহাম
প্রশ্নঃ মারডেকা সংবাদপত্র কোন্ দেশের -
(ক) মিশর
(খ) ইন্দোনেশিয়া
(গ) লন্ডন
(ঘ) স্পেন
উত্তরঃ (খ) ইন্দোনেশিয়া
প্রশ্নঃ রক্তের কটি গ্রুপ আছে -
(ক) ৩ টি
(খ) ৪ টি
(গ) ৫ টি
(ঘ) ৬ টি
উত্তরঃ (খ) ৪ টি
প্রশ্নঃ সংবিধানের কোন্ ধারায় তপশিলি জাতি, উপজাতিদের জন্য আসন সংরক্ষণ রয়েছে? -
(ক) আর্টিকেল - ৩১৫
(খ) আর্টিকেল - ৩২০
(গ) আর্টিকেল - ৩২৫
(ঘ) আর্টিকেল - ৩৩০
উত্তরঃ (ঘ) আর্টিকেল - ৩৩০
প্রশ্নঃ বৃক্কের কার্যগত এবং গঠনগত একক কী? -
(ক) ম্যালপিজিয়ন করপাসল
(খ) নেফ্রন
(গ) গোমেরুলাস
(ঘ) নিউরোন
উত্তরঃ (খ) নেফ্রন
প্রশ্নঃ নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উর্ধ্বসীমা -
(ক) ১২ কিমি
(খ) ১৮ কিমি
(গ) ২৫ কিমি
(ঘ) ২৮ কিমি
উত্তরঃ (খ) ১৮ কিমি
প্রশ্নঃ বায়ুমন্ডলের উর্ধ্বসীমা ধারা হয় -
(ক) ৭৫০০ কিমি
(খ) ১০০০০ কিমি
(গ) ১৫০০০ কিমি
(ঘ) ১১৫০০ কিমি
উত্তরঃ (খ) ১০০০০ কিমি
প্রশ্নঃ তিস্তা নদীটি কোন্ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? -
(ক) মানসী
(খ) পারগোল
(গ) জেমু
(ঘ) লেবুং
উত্তরঃ (গ) জেমু
প্রশ্নঃ নীলগ্রহ কোন্ গ্রহকে বলা হয়? -
(ক) শনি
(খ) নেপচুন
(গ) পৃথিবী
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) পৃথিবী
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ