Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ কোন্ ক্রিকেট খেলোয়াড়কে "ICC Women Player of the Month June 2021" দিয়ে সম্মানিত করা হয়েছে? -
(ক) Sophie Ecclestone
(খ) Danni Wyatt
(গ) Tammy Beaumont
(ঘ) Katherine Brunt
উত্তরঃ (ক) Sophie Ecclestone
প্রশ্নঃ কণিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? -
(ক) চরক
(খ) অশ্বঘোষ
(গ) নাগার্জুন
(ঘ) ক্ষপণক
উত্তরঃ (খ) অশ্বঘোষ
প্রশ্নঃ ICS (Civil Service) কোথায় শুরু হয়েছিল? -
(ক) ক্যামব্রিজ
(খ) লন্ডন
(গ) এলাহাবাদ
(ঘ) দিল্লী
উত্তরঃ (খ) লন্ডন
প্রশ্নঃ সিভিল সার্ভিস ভারতে কবে থেকে শুরু হয় -
(ক) ১৯১১ সালে
(খ) ১৯২২ সালে
(গ) ১৯৪৭ সালে
(ঘ) ১৯৫০ সালে
উত্তরঃ (খ) ১৯২২ সালে
প্রশ্নঃ কোপা আমেরিকা ২০২১ জিতলো -
(ক) ইংল্যান্ড
(খ) আর্জেন্টিনা
(গ) ইতালী
(ঘ) ব্রাজিল
উত্তরঃ (খ) আর্জেন্টিনা
প্রশ্নঃ বাগদাদ শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) টাইগ্রিস
(খ) নীল
(গ) স্প্রি
(ঘ) কিজিল
উত্তরঃ (ক) টাইগ্রিস
প্রশ্নঃ ব্যালান্সড ডায়েটে থাকা প্রয়োজন -
(ক) কার্বোহাইড্রেট, ফ্যাট
(খ) কার্বোহাইড্রেট, প্রোটিন
(গ) কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ
(ঘ) কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ, প্রোটিন
উত্তরঃ (ঘ) কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ, প্রোটিন
প্রশ্নঃ শব্দদূষণের ফলে -
(ক) বধিরতা দেখা যেতে পারে
(খ) হৃদ রোগ হতে পারে
(গ) রক্তচাপ বেড়ে যেতে পারে
(ঘ) সবগুলোই হতে পারে
উত্তরঃ (ঘ) সবগুলোই হতে পারে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ