Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 31-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 31-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5



প্রশ্নঃ বি এস ইয়েদদুরাপ্পা কোন্‌ রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? -

(ক) পাঞ্জাব

(খ) মধ্যপ্রদেশ

(গ) কর্ণাটক

(ঘ) হরিয়ানা

উত্তরঃ (গ) কর্ণাটক


প্রশ্নঃ ভারতের মধ্যে কোন্‌ রাজ্যে প্রথম 'সুজল' বা 'ড্রিঙ্ক ফ্রম ট্যাপ' মিশন চালু হলো? -

(ক) ওড়িশা

(খ) উত্তরপ্রদেশ

(গ) মধ্যপ্রদেশ

(ঘ) উত্তরাখন্ড

উত্তরঃ (ক) ওড়িশা


প্রশ্নঃ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেলো Sitio Burle Marx Site, এটি কোন্‌ দেশে অবস্থিত? -

(ক) ফ্রান্স

(খ) ব্রাজিল

(গ) স্পেন

(ঘ) রাশিয়া

উত্তরঃ (খ) ব্রাজিল


প্রশ্নঃ কোন্‌ মহাকাশ গবেষণা সংস্থা "Super Bit" নামে একটি টেলিস্কোপ নির্মাণ করেছে? -

(ক) NASA

(খ) ESA

(গ) JAXA

(ঘ) ISRO

উত্তরঃ (ক) NASA


প্রশ্নঃ সম্প্রতি, প্রকাশিত "An Ordinary Life : Portrait of an Indian Generation" পুস্তকটি কে লিখেছেন? -

(ক) অশোক লবাসা

(খ) আবজন ভগৎ

(গ) শশী থারুর

(ঘ) প্রতীক ঠাকুর

উত্তরঃ (ক) অশোক লবাসা


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close