Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ উত্তরপ্রদেশের "মন্দুয়াডিহি রেল স্টেশন" - এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? -
(ক) মুম্বাই রেল স্টেশন
(খ) বেনারস রেল স্টেশন
(গ) প্রয়াগরাজ রেল স্টেশন
(ঘ) শিবাজি রেল স্টেশন
উত্তরঃ (খ) বেনারস রেল স্টেশন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় পানের চাষ হয়? -
(ক) মালদা
(খ) বীরভূম
(গ) কোচবিহার
(ঘ) পূর্ব মেদিনীপুর
উত্তরঃ (ঘ) পূর্ব মেদিনীপুর
প্রশ্নঃ "চিপকো আন্দোলন" কত সালে হয়েছিল? -
(ক) ১৯৪০ সালে
(খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৮৪ সালে
উত্তরঃ (গ) ১৯৭৩ সালে
প্রশ্নঃ কোথায় রান্না হতে বেশি সময় লাগবে? -
(ক) পামির মালভূমিতে
(খ) সমুদ্রতলে
(গ) শিমলায়
(ঘ) মাউন্ট এভারেস্টে
উত্তরঃ (ঘ) মাউন্ট এভারেস্টে
প্রশ্নঃ ১৯৯২ সালের বসুন্ধরায় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল -
(ক) Stockholm
(খ) Ottawa
(গ) Rio de Janeiro
(ঘ) Oslo
উত্তরঃ (গ) Rio de Janeiro
প্রশ্নঃ ভারতের পঞ্চবার্ষিকী ধারনাটি কোথা থেকে নেওয়া হয়েছে? -
(ক) ইজরায়েল
(খ) রাশিয়া
(গ) ফ্রান্স
(ঘ) ব্রিটেন
উত্তরঃ (খ) রাশিয়া
প্রশ্নঃ তক্ষশীলা কোন্ দেশে অবস্থিত? -
(ক) আফগানিস্তানে
(খ) শ্রীলংকায়
(গ) পাকিস্থানে
(ঘ) ভারতে
উত্তরঃ (ঘ) ভারতে
প্রশ্নঃ সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে -
(ক) ২ রা ডিসেম্বর ১৯৮৫ সালে
(খ) ৪ ঠা ডিসেম্বর ১৯৮৫ সালে
(গ) ৮ ই ডিসেম্বর ১৯৮৫ সালে
(ঘ) ১০ ই ডিসেম্বর ১৯৮৫ সালে
উত্তরঃ (গ) ৮ ই ডিসেম্বর ১৯৮৫ সালে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ