Current Affairs / General Knowledge in Bengali Part 8
প্রশ্নঃ সম্প্রতি, রাজ্য সভার উপ-নেতা কে নিযুক্ত হয়েছেন? -
(ক) থাবরচাঁদ গেহলোতে
(খ) মুখতার আব্বাস নাকবি
(গ) মল্লিকার্জুন খাড়গে
(ঘ) পীযূষ গোয়েল
উত্তরঃ (খ) মুখতার আব্বাস নাকবি
প্রশ্নঃ সম্প্রতি, কবে World Brain Day পালিত হয়েছে? -
(ক) ২১শে জুলাই
(খ) ২২শে জুলাই
(গ) ২৩শে জুলাই
(ঘ) ২৪শে জুলাই
উত্তরঃ (খ) ২২শে জুলাই
প্রশ্নঃ প্রথম উপসাগরীয় দেশ হিসেবে ইজরায়েলের দূতাবাস খুলল কে? -
(ক) জর্দান
(খ) ইউনাইটেড আরব এমিরেটস
(গ) সৌদি আরব
(ঘ) কাতার
উত্তরঃ (খ) ইউনাইটেড আরব এমিরেটস
প্রশ্নঃ কোন্ খেলোয়াড় সংযুক্ত আরব এমিরেটসের থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা পেলেন? -
(ক) রবীন্দ্র জাদেজা
(খ) সানিয়া মির্জা
(গ) রোহিত শর্মা
(ঘ) বিরাট কোহলি
উত্তরঃ (খ) সানিয়া মির্জা
প্রশ্নঃ ভারতের বৃহত্তম তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোথায় দেশের প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্ট তৈরি করতে চলেছে? -
(ক) পানিপত
(খ) হলদিয়া
(গ) গুয়াহাটি
(ঘ) মথুরা
উত্তরঃ (ঘ) মথুরা
প্রশ্নঃ Pedro Castillo কোন্ দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন? -
(ক) পেরু
(খ) তানজানিয়া
(গ) ইয়েমেন
(ঘ) জর্জিয়া
উত্তরঃ (ক) পেরু
প্রশ্নঃ "Riding Free : My Olympic Journey" - শিরোনামে বই লিখলেন কে? -
(ক) মেরী কম
(খ) সীমা নন্দ
(গ) ইমতিয়াজ আনিস
(ঘ) প্রতীক্ষা মিশ্র
উত্তরঃ (গ) ইমতিয়াজ আনিস
প্রশ্নঃ নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? -
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) দ্বিতীয়
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ