LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 2

 Current Affairs / General Knowledge in Bengali Part 2


প্রশ্নঃ সম্প্রতি, "World day for international justice" কবে পালিত হয়েছে? -

(ক) ১৪ জুলাই

(খ) ১৫ জুলাই

(গ) ১৬ জুলাই

(ঘ) ১৭ জুলাই

উত্তরঃ (ঘ) ১৭ জুলাই


প্রশ্নঃ আরশোলার হৃৎপিন্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? -

(ক) ১১ টি

(খ) ১২ টি

(গ) ১৩ টি

(ঘ) ১৪ টি

উত্তরঃ (গ) ১৩ টি


প্রশ্নঃ ধুনো কোন্‌ গাছের নির্যাস -

(ক) অর্জুন

(খ) বনতুলসী

(গ) শাল

(ঘ) মেহগিনি

উত্তরঃ (গ) শাল


প্রশ্নঃ WHO -এর নিয়মানুযায়ী শব্দের তীব্রতার উর্ধ্বসীমা যা হওয়া উচিত -

(ক) ৩৫ ডেসিবেল

(খ) ৪৫ ডেসিবেল

(গ) ৫৫ ডেসিবেল

(ঘ) ৬৫ ডেসিবেল

উত্তরঃ (ঘ) ৬৫ ডেসিবেল

 

প্রশ্নঃ নীচের কোন্‌ জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত -

(ক) ইঁদুর ও গিরগিটি

(খ) ব্যাঙ ও সাপ

(গ) সাপ ও পাখি

(ঘ) পাখি ও বানর

উত্তরঃ (খ) ব্যাঙ ও সাপ


প্রশ্নঃ নীচের কোন্‌ দেশ বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক স্থাপন করল -

(ক) চীন

(খ) রাশিয়া

(গ) সিংগাপুর

(ঘ) জাপান

উত্তরঃ (গ) সিংগাপুর


প্রশ্নঃ কাকে "মারাঠা রাজনীতির চাণক্য" বলা হয় -

(ক) মহাদাজি সিন্ধিয়া

(খ) নান ফরণবিশ

(গ) বালাজি বিশ্বনাথ

(ঘ) দ্বিতীয় বাজি রাও

উত্তরঃ (খ) নান ফরণবিশ


প্রশ্নঃ নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন -

(ক) লোকসভার স্পিকারের দ্বারা

(খ) উপরাষ্ট্রপতি দ্বারা

(গ) প্রধানমন্ত্রীর দ্বারা

(ঘ) রাষ্ট্রপতির দ্বারা

উত্তরঃ (ঘ) রাষ্ট্রপতির দ্বারা


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close