Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ সাইবার সিকিউরিটি ফার্ম RiskIQ ৫০০ মিলিয়ন ডলারে কিনে নিল কোন্ কোম্পানী? -
(ক) অ্যাপেল
(খ) মাইক্রোসফট
(গ) গুগল
(ঘ) ফেসবুক
উত্তরঃ (খ) মাইক্রোসফট
প্রশ্নঃ গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করতে "One Block, One Product" স্কিম লঞ্চ করলো কোন্ রাজ্য? -
(ক) ছত্তিশগড়
(খ) হরিয়ানা
(গ) মেঘালয়
(ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ (খ) হরিয়ানা
প্রশ্নঃ বিগত ৫০ বছর পর প্রথমবার ভারতে আপেল রপ্তানি করলো কোন্ দেশ? -
(ক) আমেরিকা
(খ) চীন
(গ) রাশিয়া
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (ঘ) ইংল্যান্ড
প্রশ্নঃ স্টিফেন লোভভেন কোন্ দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন? -
(ক) ইকুয়েডর
(খ) চিলি
(গ) সুইডেন
(ঘ) কানাডা
উত্তরঃ (গ) সুইডেন
প্রশ্নঃ গীতগোবিন্দ কে রচনা করেছিলেন? -
(ক) শ্রীচৈতন্য
(খ) বিদ্যাপতি
(গ) জয়দেব
(ঘ) সুরদাস
উত্তরঃ (গ) জয়দেব
প্রশ্নঃ সাঁচি স্তুপ কোন শহরের নিকট অবস্থিত?
(ক) পেশোয়ার
(খ) এলাহাবাদ
(গ) ভূপাল
(ঘ) সারনাথ
উত্তরঃ (ঘ) সারনাথ
প্রশ্নঃ "স্বরাজ্য দল" - এর একজন নেতার নাম -
(ক) মহাত্মা গান্ধী
(খ) চিত্তরঞ্জন দাশ
(গ) আনন্দমোহন বসু
(ঘ) গোপালকৃষ্ণ গোখলে
উত্তরঃ (খ) চিত্তরঞ্জন দাশ
প্রশ্নঃ নন্দ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? -
(ক) কর্ণসুবর্ণ
(খ) আযোধ্যা
(গ) পাটলিপুত্র
(ঘ) কলিঙ্গ
উত্তরঃ (গ) পাটলিপুত্র
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ