Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 3

 Current Affairs / General Knowledge in Bengali Part 3



প্রশ্নঃ সম্প্রতি, প্রকাশিত "Insia Versus Chaina : Why they are not Friends" পুস্তকটি কে লিখেছেন? -

(ক) শশী থারুর

(খ) সুমিত্রা মহাজন

(গ) কান্তি বাজপেয়ী

(ঘ) সোনিয়া গান্ধী

উত্তরঃ (গ) কান্তি বাজপেয়ী


প্রশ্নঃ সম্প্রতি বনালু উৎসব শুরু হতে চলেছে কোন্‌ রাজ্যে? - 

(ক) তেলেঙ্গানা

(খ) হরিয়ানা

(গ) কর্ণাটক

(ঘ) কেরালা

উত্তরঃ (ক) তেলেঙ্গানা


প্রশ্নঃ "AFC Women's Club Championship 2020-2021" - এ ভারতের হয়ে খেলবে কোন্‌ ফুটবল ক্লাব? -

(ক) Gokulam Kerala FC

(খ) Capital Complex FC

(গ) Lonestar Kashmir

(ঘ) Kerala Blasters

উত্তরঃ (ক) Gokulam Kerala FC


প্রশ্নঃ ১০০ শতাংশ করোনা ভাইরাসের প্রথম ডোজ সম্পন্নকারী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোন্‌টি? -

(ক) লাদাখ

(খ) পুদুচেরী

(গ) দিল্লী

(ঘ) জম্মু ও কাশ্মীর

উত্তরঃ (ক) লাদাখ


প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? -

(ক) বেনজির ভুট্টো

(খ) শ্রীমতি ইন্দিরা গান্ধী

(গ) শ্রীমতি এস বন্দরনায়েক

(ঘ) উপরের কেউই নন

উত্তরঃ (গ) শ্রীমতি এস বন্দরনায়েক


প্রশ্নঃ ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় -

(ক) নর্মদা নদীর মোহনায়

(খ) সুন্দরবনে

(গ) দমন ও দিউ

(ঘ) লাক্ষাদ্বীপে

উত্তরঃ (ঘ) লাক্ষাদ্বীপে


প্রশ্নঃ মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে -

(ক) ভাবর

(খ) রেগুর

(গ) খাদর

(ঘ) রেগোলিথ

উত্তরঃ (খ) রেগুর


প্রশ্নঃ আশোকের শিলালিপি কোন্‌ ভাষায় লিখিত? -

(ক) পালি

(খ) সংস্কৃত

(গ) ব্রাহ্মি ও খরোষ্ট্রি

(ঘ) দেবনাগরী

উত্তরঃ (গ) ব্রাহ্মি ও খরোষ্ট্রি


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close