Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ স্বামী বিবেকানন্দ বিমানবন্দর ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) মধ্য প্রদেশ
(খ) ছত্রিশগড়
(গ) গোয়া
(ঘ) রাঁচি
উত্তরঃ (খ) ছত্রিশগড়
প্রশ্নঃ চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের একজন নেত্রী হলেন? -
(ক) মাতাঙ্গিনি হাজরা
(খ) কল্পনা দত্ত
(গ) ঝাঁসির রানী
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ (খ) কল্পনা দত্ত
প্রশ্নঃ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? -
(ক) স্বামী দয়ানন্দ সরস্বতী
(খ) সন্ধ্যাকর নন্দী
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী
প্রশ্নঃ ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? -
(ক) লন্ডন
(খ) মস্কো
(গ) পিসা
(ঘ) রোম
উত্তরঃ (ক) লন্ডন
প্রশ্নঃ সমুদ্রের ১ লিটার জলে লবনের গড় পরিমান -
(ক) ১.৩০ গ্রাম
(খ) ২.২৫ গ্রাম
(গ) ৩.৩৫ গ্রাম
(ঘ) ৪.৪২ গ্রাম
উত্তরঃ (গ) ৩.৩৫ গ্রাম
প্রশ্নঃ জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরম্পন্থীদের পুনর্মিলন ঘটে -
(ক) সুরাট
(খ) লখনও
(গ) ত্রিপুরা
(ঘ) মুম্বাই
উত্তরঃ (খ) লখনও
প্রশ্নঃ "অস্তিত্বের জন্য সংগ্রাম" - এর বক্তা কে -
(ক) ভাইসম্যান
(খ) ডারউইন
(গ) ল্যামার্ক
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ডারউইন
প্রশ্নঃ ফুলেরিন হল -
(ক) কার্বনের একটি যৌগ
(খ) কৃত্রিক এমারি
(গ) করবোন্ডামের অপর নাম
(ঘ) কার্বনের একটি বহুরূপ
উত্তরঃ (ঘ) কার্বনের একটি বহুরূপ
প্রশ্নঃ বিহারের দুঃখ কোন্ নদী কে বলা হয় -
(ক) চম্বল
(খ) গঙ্গা
(গ) তুঙ্গভদ্রা
(ঘ) কোশী
উত্তরঃ (ঘ) কোশী
প্রশ্নঃ ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে -
(ক) জিনগত সম্পর্ক
(খ) ফেনাটিক সম্পর্ক
(গ) বিবর্তন সম্পর্ক
(ঘ) ট্যাক্সনমিজনিত সম্পর্ক
উত্তরঃ (গ) বিবর্তন সম্পর্ক
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ