LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 20-07-2021/ Daily Current Affairs Today Part 3

 Current Affairs / General Knowledge in Bengali Part 3


প্রশ্নঃ কোন্‌ রাজ্যে "Harela Festival" পালিত হয়? -

(ক) অন্ধ্রপ্রদেশ

(খ) উত্তরপ্রদেশ

(গ) উত্তরাখন্ড

(ঘ) তেলেঙ্গানা

উত্তরঃ (গ) উত্তরাখন্ড


প্রশ্নঃ কোন্‌ প্রকার পর্বতে জীবাশ্ম পাওয়া যায় -

(ক) আগ্নেয় পর্বত

(খ) স্তুপ পর্বত

(গ) ভঙ্গিল পর্বত

(ঘ) অবশিষ্ট পর্বত

উত্তরঃ (গ) ভঙ্গিল পর্বত


প্রশ্নঃ জল উৎপাদক কাকে বলে? -

(ক) হাইড্রোজেনকে

(খ) কার্বন ডাই অক্সাইডকে

(গ) অক্সিজেনকে

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) হাইড্রোজেনকে


প্রশ্নঃ সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? -

(ক) পাট

(খ) সার

(গ) তুলা

(ঘ) আলু

উত্তরঃ (ক) পাট


প্রশ্নঃ কোন্‌ স্থানকে চির বসন্তের নগরী বলে? -

(ক) কুইটো

(খ) থাইল্যান্ড

(গ) বেলজিয়াম

(ঘ) জামাইকা

উত্তরঃ (ক) কুইটো


প্রশ্নঃ সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল -

(ক) ফরওয়ার্ড ব্লক

(খ) রেভোলিউশনারি ফ্রন্ট

(গ) আজাদ হিন্দ ফৌজ

(ঘ) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি

উত্তরঃ (ক) ফরওয়ার্ড ব্লক


প্রশ্নঃ পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় -

(ক) ক্রান্তীয় পার্বত্য অঞ্চলে

(খ) নিরক্ষীয় অঞ্চলে

(গ) নাতিশীতোষ্ণ অঞ্চল

(ঘ) ভূমধ্যসাগরীয় অঞ্চল

উত্তরঃ (খ) নিরক্ষীয় অঞ্চলে


প্রশ্নঃ রাজ্যের রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত বছর? -

(ক) এক বছর

(খ) দুই বছর

(গ) তিন বছর

(ঘ) পাঁচ বছর

উত্তরঃ (গ) তিন বছর


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close