Current Affairs / General Knowledge in Bengali Part 5
প্রশ্নঃ T - 20 ক্রিকেট ১৪ হাজার রান গ্রহণকারী বিশ্বের প্রথম ব্যাটসম্যান কে? -
(ক) রোহিত শর্মা
(খ) ক্রিস গেইল
(গ) বিরাট কোহলি
(ঘ) সুরেশ রাইনা
উত্তরঃ (খ) ক্রিস গেইল
প্রশ্নঃ লাল গ্রহ বলা হয় -
(ক) শনি
(খ) শুক্র
(গ) বুধ
(ঘ) মঙ্গল
উত্তরঃ (ঘ) মঙ্গল
প্রশ্নঃ মরুভূমির মরীচিকার কারণ হল -
(ক) বিক্ষেপণ
(খ) ব্যাতিচার
(গ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(ঘ) বিক্ষেপন
উত্তরঃ (গ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
প্রশ্নঃ ভেনাস হৃৎপিন্ড কোথায় দেখা যায় -
(ক) পাখি
(খ) ব্যাঙ
(গ) সাপ
(ঘ) মাছ
উত্তরঃ (ঘ) মাছ
প্রশ্নঃ সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন্ জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় -
(ক) গুপ্তবীজী
(খ) লাইকেন
(গ) শৈবাল
(ঘ) ছত্রাক
উত্তরঃ (ঘ) ছত্রাক
প্রশ্নঃ শিল্পবিপ্লব ঘটে প্রথম কোন দেশে? -
(ক) জাপানে
(খ) রাশিয়াতে
(গ) ব্রিটেনে
(ঘ) ফ্রান্সে
উত্তরঃ (গ) ব্রিটেনে
প্রশ্নঃ টিপু সুলতান কোন্ যুদ্ধে মারা যান -
(ক) প্রথম ইঙ্গ মহিশূর যুদ্ধ
(খ) দ্বিতীয় ইঙ্গ মহিশূর যুদ্ধ
(গ) তৃতীয় ইঙ্গ মহিশূর যুদ্ধ
(ঘ) চতুর্থ ইঙ্গ মহিশূর যুদ্ধ
উত্তরঃ (ঘ) চতুর্থ ইঙ্গ মহিশূর যুদ্ধ
প্রশ্নঃ "ভারতের রক্ষাকর্তা" বলা হয় কাকে? -
(ক) স্কন্দগুপ্ত
(খ) নহপান
(গ) মহাপদ্ম নন্দ
(ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ (ক) স্কন্দগুপ্ত
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ