Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 2

 Current Affairs / General Knowledge in Bengali Part 2



প্রশ্নঃ সম্প্রতি, কবে "International Nelson Mandela Day" পালিত হয়েছে? -

(ক) ১৭ জুলাই

(খ) ১৮ জুলাই

(গ) ১৯ জুলাই

(ঘ) ২০ জুলাই

উত্তরঃ (খ) ১৮ জুলাই


প্রশ্নঃ সম্প্রতি কোন্‌ রাজ্যের বিধান সভায় "Cow Protection Bill 2021" উপস্থাপন করা হলো? -

(ক) পশ্চিমবঙ্গ

(খ) গুজরাট

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) আসাম

উত্তরঃ (ঘ) আসাম


প্রশ্নঃ সম্প্রতি প্রয়াত সুরেখা সিক্রি কোন্‌ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? -

(ক) সাহিত্য

(খ) অভিনয়

(গ) খেলাধুলা

(ঘ) সঙ্গীত

উত্তরঃ (খ) অভিনয়


প্রশ্নঃ কোন্‌ রাজ্যে কুনওয়ার যাত্রা শুরু হতে চলেছে? -

(ক) তামিলনাড়ু

(খ) মধ্যপ্রদেশ

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) মহারাষ্ট্র

উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ


প্রশ্নঃ করবেট ন্যাশনাল পার্ক কোন্‌ রাজ্যে অবস্থিত? -

(ক) পশ্চিমবঙ্গ

(খ) ঝাড়খন্ড

(গ) মধ্যপ্রদেশ

(ঘ) উত্তরাখন্ড

উত্তরঃ (ঘ) উত্তরাখন্ড


প্রশ্নঃ "কুদ্রেমুখ জাতীয় উদ্যান" কোথায় অবস্থিত? -

(ক) কর্ণাটক

(খ) বিহার

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) মধ্যপ্রদেশ

উত্তরঃ (ক) কর্ণাটক


প্রশ্নঃ রেসারপিনের অর্থনৈতিক গুরুত্ব কি? - 

(ক) হাঁপানির ওষুধ

(খ) উচ্চ রক্তচাপ কমাতে

(গ) মাদক দ্রব্য তৈরিতে

(ঘ) উত্তেজক পানীয় তৈরিতে ব্যবহৃত হয়

উত্তরঃ (খ) উচ্চ রক্তচাপ কমাতে


প্রশ্নঃ "বন্দে মাতরম" - এর রচরিতা কে -

(ক) নজরুল

(খ) শরৎচন্দ্র

(গ) রবীন্দ্রনাথ

(ঘ) বঙ্কিমচন্দ্র

উত্তরঃ (ঘ) বঙ্কিমচন্দ্র


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close