Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ সম্প্রতি, কবে "International Nelson Mandela Day" পালিত হয়েছে? -
(ক) ১৭ জুলাই
(খ) ১৮ জুলাই
(গ) ১৯ জুলাই
(ঘ) ২০ জুলাই
উত্তরঃ (খ) ১৮ জুলাই
প্রশ্নঃ সম্প্রতি কোন্ রাজ্যের বিধান সভায় "Cow Protection Bill 2021" উপস্থাপন করা হলো? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গুজরাট
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) আসাম
উত্তরঃ (ঘ) আসাম
প্রশ্নঃ সম্প্রতি প্রয়াত সুরেখা সিক্রি কোন্ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? -
(ক) সাহিত্য
(খ) অভিনয়
(গ) খেলাধুলা
(ঘ) সঙ্গীত
উত্তরঃ (খ) অভিনয়
প্রশ্নঃ কোন্ রাজ্যে কুনওয়ার যাত্রা শুরু হতে চলেছে? -
(ক) তামিলনাড়ু
(খ) মধ্যপ্রদেশ
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ করবেট ন্যাশনাল পার্ক কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) ঝাড়খন্ড
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) উত্তরাখন্ড
উত্তরঃ (ঘ) উত্তরাখন্ড
প্রশ্নঃ "কুদ্রেমুখ জাতীয় উদ্যান" কোথায় অবস্থিত? -
(ক) কর্ণাটক
(খ) বিহার
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (ক) কর্ণাটক
প্রশ্নঃ রেসারপিনের অর্থনৈতিক গুরুত্ব কি? -
(ক) হাঁপানির ওষুধ
(খ) উচ্চ রক্তচাপ কমাতে
(গ) মাদক দ্রব্য তৈরিতে
(ঘ) উত্তেজক পানীয় তৈরিতে ব্যবহৃত হয়
উত্তরঃ (খ) উচ্চ রক্তচাপ কমাতে
প্রশ্নঃ "বন্দে মাতরম" - এর রচরিতা কে -
(ক) নজরুল
(খ) শরৎচন্দ্র
(গ) রবীন্দ্রনাথ
(ঘ) বঙ্কিমচন্দ্র
উত্তরঃ (ঘ) বঙ্কিমচন্দ্র
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ