LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 6

Current Affairs / General Knowledge in Bengali Part 6 


প্রশ্নঃ নিম্নের কোথায় ন্যাশানাল ফিজিকাল ল্যাবরেটরী অবস্থিত? -

(ক) যাদবপুর

(খ) ব্যারাকপুর

(গ) জুনপুট

(ঘ) নতুন দিল্লী

উত্তরঃ (ঘ) নতুন দিল্লী


 প্রশ্নঃ নীচের কোন্‌ যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ মাপা হয়? -

(ক) বাত পতাকা

(খ) ব্যারোমিটার

(গ) হায়গ্রোমিটার

(ঘ) পোটমিটার

উত্তরঃ (খ) ব্যারোমিটার


 প্রশ্নঃ স্বল্পমাত্রিক মৌলিক উয়াপাদন কোন্‌টি? -

(ক) Na

(খ) I

(গ) Ca

(ঘ) K

উত্তরঃ I


 প্রশ্নঃ কাবুই কোন্‌ রাজ্যের প্রচলিত নিত্য -

(ক) মনিপুর

(খ) ত্রিপুরা

(গ) আসাম

(ঘ) মেঘালয়

উত্তরঃ (ক) মনিপুর


 প্রশ্নঃ জলের চেয়ে ভারী ধাতু হলো? -

(ক) সিজিয়াম

(খ) লিথিয়াম

(গ) রেডিয়াম

(ঘ) আয়োডিন

উত্তরঃ (ঘ) আয়োডিন


 প্রশ্নঃ একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিন্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় -

(ক) ৪০০ লিটার

(খ) ৩০০ লিটার

(গ) ২০০ লিটার

(ঘ) ১৫০ লিটার

উত্তরঃ (ঘ) ১৫০ লিটার


 প্রশ্নঃ কে অস্ট্রেলিয়াতে ভারতীয় হাই কমিশনার নিযুক্ত হলেন? -

(ক) রাহুল ত্রিপাঠি

(খ) জগজিৎ সিং

(গ) মনপ্রিত বহরা

(ঘ) অতীশ চন্দ্র

উত্তরঃ (গ) মনপ্রিত বহরা


 প্রশ্নঃ নীচের কোন্‌ রোগটি ব্যাক্টেরিয়া ঘটিত? -

(ক) ইনফ্লুয়েঞ্জা

(খ) হেপাটাইটিস

(গ) পোলিও

(ঘ) যক্ষা

উত্তরঃ (ঘ) যক্ষা


 প্রশ্নঃ ডাল হ্রদ কোন্‌ শহরে অবস্থিত? -

(ক) বুডগাম

(খ) বারামুল্লা

(গ) শ্রীনগর

(ঘ) কুলগাম

উত্তরঃ (গ) শ্রীনগর


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close