Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ সম্প্রতি কবে, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে? -
(ক) ১০ জুলাই
(খ) ১১ জুলাই
(গ) ১২ জুলাই
(ঘ) ১৩ জুলাই
উত্তরঃ (খ) ১১ জুলাই
প্রশ্নঃ অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলপথ্যালিন দেওয়া হলে দ্রবণের বণ কী হবে?
(ক) গোলাপি
(খ) সবুজ
(গ) লাল
(ঘ) নীল
উত্তরঃ (ক) গোলাপি
প্রশ্নঃ শ্রীলংকার জাতীয় খেলার নাম কি -
(ক) হকি
(খ) কাবাডি
(গ) ভলিবল
(ঘ) তীরন্দাজি
উত্তরঃ (গ) ভলিবল
প্রশ্নঃ আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮৭৮ সালে
(খ) ১৮৭৫ সালে
(গ) ১৮৯৩ সালে
(ঘ) ১৮৯৫ সালে
উত্তরঃ (খ) ১৮৭৫ সালে
প্রশ্নঃ মূলমধ্যরেখা থেকে শুরু করে পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে সময় -
(ক) দ্বিগুণ হয়
(খ) কমে যায়
(গ) এগিয়ে যায়
(ঘ) একই থাকে
উত্তরঃ (গ) এগিয়ে যায়
প্রশ্নঃ কল্লোল নাটকটির রচয়িতা কে -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) উৎপল দত্ত
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) শম্ভু মিত্র
উত্তরঃ (খ) উৎপল দত্ত
প্রশ্নঃ কোনো হরমোন যদি উৎস কোশেই তার কার্যকারিতা প্রকাশ করে তবে সেই হরমোনকে বলে -
(ক) নিউরো হরমোন
(খ) নিউরোট্রান্সমিটার
(গ) অটোক্রিন হরমোন
(ঘ) প্যারাক্রিন হরমোন
উত্তরঃ (গ) অটোক্রিন হরমোন
প্রশ্নঃ বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয়? -
(ক) ১৬ সেপ্টেম্বর
(খ) ১৮ এপ্রিল
(গ) ২১ জুন
(ঘ) ২৪ মার্চ
উত্তরঃ (খ) ১৮ এপ্রিল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ