Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 19-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 19-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5


প্রশ্নঃ হর্ষবর্ধনের পরিবর্তে কাকে ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে? -

(ক) রজনীশ কুমার

(খ) মনসুখ মান্ডবীয়

(গ) সুনীল আরোরা

(ঘ) অমিত শাহ

উত্তরঃ (খ) মনসুখ মান্ডবীয়


প্রশ্নঃ এদের মধ্যে কোন্‌ এন্ডোক্রাইন গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বলি? -

(ক) অ্যাড্রিনাল

(খ) প্যারাথিরয়েড

(গ) থাইরয়েড

(ঘ) পিটুইটারি

উত্তরঃ (ঘ) পিটুইটারি


প্রশ্নঃ "Long Walk to Fredom"  আত্মজীবনীটির রচয়িতা কে? -

(ক) বেনিত মুসোলিনি

(খ) মাদার তেরেসা

(গ) নেলসন ম্যান্ডেলা

(ঘ) খান আব্দুল গফফর খান

উত্তরঃ (গ) নেলসন ম্যান্ডেলা


প্রশ্নঃ জৈব অভিব্যক্তির মূল চাবিকাঠি হল -

(ক) প্রকরণ

(খ) বিপর্যয়

(গ) প্রাণী

(ঘ) উদ্ভিদ

উত্তরঃ (ক) প্রকরণ


প্রশ্নঃ কাবুলে কোন্‌ ব্যক্তির সমাধিস্থল অবস্থিত? -

(ক) আকবর

(খ) শেরশাহ

(গ) বাবর

(ঘ) জাহাঙ্গীর

উত্তরঃ (গ) বাবর


প্রশ্নঃ কে প্রথম বাংলায় আত্মজীবনী রচনা করেন? -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) মহাশ্বেতা দেবী

(গ) রামসুন্দর দেবী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) রামসুন্দর দেবী


প্রশ্নঃ "National Civil Service Day" কবে পালিত হয়?

(ক) 2april

(খ) 4april

(গ) 22april

(ঘ) 21april

উত্তরঃ (ঘ) 21april


প্রশ্নঃ UPSC সদস্যদের অবসর গ্রহণের বয়স-

(ক) ৫৫

(খ) ৬৫

(গ) ৫০

(ঘ) ৬০

উত্তরঃ (খ) ৬৫


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close