Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেল ধোলাভিরা গ্রাম, এটি কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) পাঞ্জাব
(খ) রাজস্থান
(গ) হরিয়ানা
(ঘ) গুজরাত
উত্তরঃ (ঘ) গুজরাত
প্রশ্নঃ কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? -
(ক) মুরগেশ নিরানি
(খ) লক্ষণ সাঙ্গপা সাওয়াদি
(গ) গোবিন্দ কারাজল
(ঘ) বাসাভরাজ বোমাই
উত্তরঃ (ঘ) বাসাভরাজ বোমাই
প্রশ্নঃ নাজিব মিকাতি কোন্ দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? -
(ক) বেলজিয়াম
(খ) বেলারুশ
(গ) লেবানন
(ঘ) আলজেরিয়া
উত্তরঃ (গ) লেবানন
প্রশ্নঃ সম্প্রতি, কবে 'কার্গিল বিজয় দিবস' পালিত হয়? -
(ক) ২৫শে জুলাই
(খ) ২৬শে জুলাই
(গ) ২৭শে জুলাই
(ঘ) ২৮শে জুলাই
উত্তরঃ (খ) ২৬শে জুলাই
প্রশ্নঃ সম্প্রতি, কবে "World Drowning Prevention Day" পালিত হয়েছে? -
(ক) ২২শে জুলাই
(খ) ২৩শে জুলাই
(গ) ২৪শে জুলাই
(ঘ) ২৫শে জুলাই
উত্তরঃ (ঘ) ২৫শে জুলাই
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ