Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্ন : সাধারণত অস্বস্তিকর শব্দের মাত্রা হলো -
(ক) 65 ডেসিবেল(খ) 60 থেকে 90 ডেসিবেল
(গ) 70 থেকে 80 ডেসিবেল
(ঘ) 80 ডেসিবেল
উত্তর : (গ) 70 থেকে 80 ডেসিবেল
প্রশ্ন : কোন কোষটি সুইসাইড ব্যাগ বলা হয় -
(ক) লাইসোজোম
(খ) লিপিড
(গ) রাইবোজোম
(ঘ) নিউক্লিয়াস
উত্তর : (ক) লাইসোজোম
প্রশ্ন : 2021 সালে কোপা আমেরিকা কাপ কোন দল জয়লাভ করলো -
(ক) স্পেন
(খ) নিউজিল্যান্ড
(গ) আর্জেন্টিনা
(ঘ) ব্রাজিল
উত্তর : (গ) আর্জেন্টিনা
প্রশ্ন : শরীরের ভিতরে ইউরিয়া উৎপন্ন হয় কোথায় -
(ক) যকৃতে
(খ) ফুসফুসে
(গ) মূত্রথলিতে
(ঘ) বৃক্কে
উত্তর : (গ) মূত্রথলিতে
প্রশ্ন : প্রথম মুঘল সম্রাটের নাম কি -
(ক) জাহাঙ্গীর
(খ) আকবর
(গ) হুমায়ুন
(ঘ) বাবর
উত্তর : (ঘ) বাবর
প্রশ্ন : কোন সম্রাটের সময় কালে বউ তোরা তিনজন ও মহাযান দ্বিধা বিভক্ত হয়েছিল -
(ক) অজাত শত্রু
(খ) অশোক
(গ) হর্ষবর্ধন
(ঘ) কনিষ্ক
উত্তর : (ঘ) কনিষ্ক
প্রশ্ন : রাজ্যে তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় -
(ক) সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে
(খ) শিক্ষা এবং সামাজিক সুযোগ-সুবিধা বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে
(গ) সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে
(ঘ) জাতীয় স্বার্থে
উত্তর : (ঘ) জাতীয় স্বার্থে
প্রশ্ন : পাকিস্তানের প্রধান নদী কোনটি -
(ক) বিপাশা
(খ) সিন্ধু
(গ) শতদ্রু
(ঘ) চিত্রাল
উত্তর : (খ) সিন্ধু
প্রশ্ন : ছত্রিশগড় রাজ্যটি পহেলা নভেম্বর 2000 সালে সংঘটিত হয়েছে। এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছিল -
(ক) বিহার
(খ) উত্তর প্রদেশ
(গ) উড়িষ্যা
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তর : (ঘ) মধ্যপ্রদেশ
প্রশ্ন : প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি -
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) গুজরাট
(গ) তামিলনাড়ু
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তর : (ঘ) মধ্যপ্রদেশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
বাংলা নোট বই চতথ
উত্তরমুছুন