Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ কোন্ দেশ "Euro Cup 2020" জিতেছে? -
(ক) স্পেন
(খ) সুইজারল্যান্ড
(গ) ইংল্যান্ড
(ঘ) ইটালি
উত্তরঃ (ঘ) ইটালি
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়? -
(ক) হরিয়ানা
(খ) পাঞ্জাব
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) অরুনাচল প্রদেশ
উত্তরঃ (ক) হরিয়ানা
প্রশ্নঃ কোথা থেকে লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়? -
(ক) কিডনি
(খ) অস্থিমজ্জা
(গ) হরমোন
(ঘ) যকৃৎ
উত্তরঃ (খ) অস্থিমজ্জা
প্রশ্নঃ ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় -
(ক) পাখি
(খ) মানুষ
(গ) মাছ
(ঘ) ব্যাঙ
উত্তরঃ (গ) মাছ
প্রশ্নঃ একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ -
(ক) ৪ বছর
(খ) ৫ বছর
(গ) ৬ বছর
(ঘ) ৭ বছর
উত্তরঃ (গ) ৬ বছর
প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান -
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ১৯৯২ সালে
(ঘ) ১৯৯৩ সালে
উত্তরঃ (ঘ) ১৯৯৩ সালে
প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৯২৫ সালে
(খ) ১৯৩৪ সালে
(গ) ১৯৩৫ সালে
(ঘ) ১৯৩৭ সালে
উত্তরঃ (গ) ১৯৩৫ সালে
প্রশ্নঃ প্রথম অলিম্পিক গেমসের আসর কোন্ শহরে বসেছিল? -
(ক) এথেন্স
(খ) প্যারিস
(গ) লন্ডন
(ঘ) ইটালি
উত্তরঃ (ক) এথেন্স
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ