Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5



প্রশ্নঃ সম্প্রতি, কে দেশজুড়ে ভার্চুয়াল মাধ্যমে "Covid Vaccine with Safe Forest, Money and Enterprise" - অভিযান শুরু করেছ? -

(ক) হারদীপ সিং পুরী

(খ) অর্জুন মুন্ডা

(গ) রাজনাথ সিং

(ঘ) অমিত শাহ

উত্তরঃ (খ) অর্জুন মুন্ডা


 প্রশ্নঃ চাকরির ক্ষেত্রে রাজ্যের কাপু সম্প্রদায় ও অন্যান্য অর্থনীতিক দিক থেকে দুর্বল সম্প্রদায়কে কত শতাংশ সংরক্ষণের ঘোষণা করলো অন্ধ্রপ্রদেশ? -

(ক) ৫%

(খ) ১০%

(গ)  ১৫%

(ঘ) ২০%

উত্তরঃ (খ) ১০%


প্রশ্নঃ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্রুত ১৪টি সেঞ্চুরি করা ক্রিকেটার কে হলেন? -

(ক) হাসিম আমলা

(খ) বাবর আজম

(গ) ক্রিস গেইল

(ঘ) বিরাট কোহলি

উত্তরঃ (খ) বাবর আজম


প্রশ্নঃ বিশ্ব ব্যাংকের সহায়তায় সল্ট প্রোগ্রাম শুরু করলো কোন্‌ রাজ্যে? -

(ক) কেরালা

(খ) পশ্চিমবঙ্গ

(গ) গুজরাট

(ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ (ঘ) অন্ধ্রপ্রদেশ


প্রশ্নঃ কোন্‌ রাজ্যের মুখ্যমন্ত্রী বজ্রপাতে নিহত ব্যাক্তির পরিবারকে পাঁচ লাখ ঘোষণা করলেন? -

(ক) গোয়া

(খ) বিহার

(গ) কেরালা

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ঘ) রাজস্থান


প্রশ্নঃ ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? -

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) দয়া নন্দ সরস্বতী

(গ) বালগঙ্গাধর তিলক

(ঘ) গুরু সদয় দত্ত

উত্তরঃ (ঘ) গুরু সদয় দত্ত


প্রশ্নঃ শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেন? -

(ক) তেগবাহাদুর

(খ) হরগোবিন্দ

(গ) গোবিন্দ সিং

(ঘ) অর্জন দেব

উত্তরঃ (গ) গোবিন্দ সিং


প্রশ্নঃ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম -

(ক) রেডিওমিটার

(খ) রেনগজ

(গ) সিসিমোগ্রাফ

(ঘ) ট্যাকোমিটার

উত্তরঃ (খ) রেনগজ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close