Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার "Electric Bike Taxi Scheme" শুরু করেছে? -
(ক) কেরালা
(খ) পাঞ্জাব
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (ঘ) কর্ণাটক
প্রশ্নঃ টিউলিপ ফুলের পাপরি বেশি তাপে খোলে, এটি কোন্ প্রকার চলনের উদাহরণ? -
(ক) থার্মোন্যাস্টিক
(খ) সিসমোন্যাস্টিক
(গ) ফটোন্যাস্টিক
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) থার্মোন্যাস্টিক
প্রশ্নঃ "নীললোহিত" কার ছদ্মনাম -
(ক) শরৎচন্দ্র পন্ডিত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) তারাপদ রায়
(ঘ) সুনীল গঙ্গপাধ্যায়
উত্তরঃ (ঘ) সুনীল গঙ্গপাধ্যায়
প্রশ্নঃ ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয় কোন্ গাছের নির্যাস থেকে -
(ক) সর্পগন্ধা
(খ) অ্যালোভেরা
(গ) সিঙ্কোনা
(ঘ) বেলেডোনা
উত্তরঃ (গ) সিঙ্কোনা
প্রশ্নঃ ভারতের কোন্ শহরকে "সংস্কৃতির শহর" বলে -
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) জয়পুর
(ঘ) বারানসী
উত্তরঃ (খ) কলকাতা
প্রশ্নঃ "বিক্রম সারাভাই স্পেস সেন্টার" - কোথায় অবস্থিত? -
(ক) আমেদাবাদ
(খ) তিরুবন্তপুরম
(গ) গুজরাট
(ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ (খ) তিরুবন্তপুরম
প্রশ্নঃ নীচের কোন্ পদার্থ দহনে সাহায্য করে -
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) অক্সিজেন
প্রশ্নঃ ADH এর অভাবে যে রোগ সৃষ্টি হয় -
(ক) গ্রেভের রোগ
(খ) ডায়াবেটিস ইনসিপিডাস
(গ) ডায়াবেটিস মেলিটাস
(ঘ) কুশিং সিনড্রোম
উত্তরঃ (খ) ডায়াবেটিস ইনসিপিডাস
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ