Current Affairs / General Knowledge in Bengali Part 5
প্রশ্ন : কোন ভারতীয় ক্রিকেটার জাম্বো নামে পরিচিত -
(ক) রবি শাস্ত্রী
(খ) শচীন তেন্ডুলকর
(গ) অজয় জাদেজা
(ঘ) অনিল কুম্বলে
উত্তর : (ঘ) অনিল কুম্বলে
প্রশ্ন : কোন শহরটি গোলাপী শহর নামে অভিহিত করা হয়ে থাকে -
(ক) জয়পুর
(খ) ভরতপুর
(গ) দিল্লি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (ক) জয়পুর
প্রশ্ন : চায়ে কোন এসিড থাকে -
(ক) ম্যালিক এসিড
(খ) ইউরিক অ্যাসিড
(গ) ট্যানিক এসিড
(ঘ) ল্যাকটিক অ্যাসিড
উত্তর : (গ) ট্যানিক এসিড
প্রশ্ন : সংখ্যার পিরামিড সর্বদা -
(ক) উল্টানো প্রকৃতির হয়
(খ) মাকু আকৃতির হয়
(গ) ঊর্ধ্বমুখী হয়
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) ঊর্ধ্বমুখী হয়
প্রশ্ন : সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল -
(ক) তামিলনাড়ু
(খ) কেরালা
(গ) উত্তরাখণ্ড
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তর : (খ) কেরালা
প্রশ্ন : নিচের কোনটি ফিতা কৃমির রেচন অঙ্গ -
(ক) ফ্লেম কোষ
(খ) সবুজ গ্রন্থি
(গ) নেফ্রিডিয়া
(ঘ) ওপরের কোনোটিই নয়
উত্তর : (ক) ফ্লেম কোষ
প্রশ্ন : মরীচিকা আসলে আলোকের কোন ধর্মের জন্য হয়ে থাকে -
(ক) প্রতিসরণ
(খ) বিচ্ছুরণ
(গ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
প্রশ্ন : বেকিং পাউডারের রাসায়নিক নাম কি -
(ক) সোডিয়াম হাইড্রোক্সাইড
(খ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
(গ) ক্যালসিয়াম কার্বনেট
(ঘ) সোডিয়াম বাই কার্বনেট
উত্তর : (ঘ) সোডিয়াম বাই কার্বনেট
প্রশ্ন : কাগজের প্রথম আবিষ্কার কোন দেশে হয়েছিল -
(ক) জার্মানি
(খ) চীন
(গ) জাপান
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তর : (খ) চীন
প্রশ্ন : ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত -
(ক) ফুটবল
(খ) হকি
(গ) টেবিল টেনিস
(ঘ) ক্রিকেট
উত্তর : (ঘ) ক্রিকেট
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ