Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 7
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 21-07-2021/ Daily Current Affairs Today Part 7

 Current Affairs / General Knowledge in Bengali Part 7



প্রশ্নঃ সম্প্রতি, "Skill India Mission" - এর কতবছর পূর্ণ হল? -

(ক) ১০ বছর

(খ) ৮ বছর

(গ) ৬ বছর

(ঘ) ৪ বছর

উত্তরঃ (গ) ৬ বছর


প্রশ্নঃ কৃষকদের সঠিক সয়য়ে সঠিক তথ্য প্রদান করতে কী নামে ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করলো কেন্দ্র? -

(ক) কিষান সহায়তা

(খ) কৃষক বন্ধু

(গ) কিষান সারথী

(ঘ) কৃষক সমৃদ্ধি

উত্তরঃ (গ) কিষান সারথী


প্রশ্নঃ "World Food Programme" - এর সাথে পার্টনারশিপ গড়লো ভারতের কোন্‌ রাজ্যে? -

(ক) বিহার

(খ) গোয়া

(গ) পাঞ্জাব

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ঘ) রাজস্থান


প্রশ্নঃ প্রথম উপসাগরীয় দেশ হিসাবে ইজরায়েলে দূতাবাস খুললো কে? -

(ক) ওমান

(খ) জর্ডান

(গ) সংযুক্ত আরব আমিরাত

(ঘ) কুয়েত

উত্তরঃ (গ) সংযুক্ত আরব আমিরাত


প্রশ্নঃ "The Ramayan of Shri Guru Gobind Singh Ji" - গ্রন্থটির রচয়িতা কে? -

(ক) Baljit Kaur Tulsi

(খ) Pushpa Virendra Ganediwal

(গ) Sanjay Kishan Kaur

(ঘ) Rohit Baban Deo

উত্তরঃ (ক) Baljit Kaur Tulsi


প্রশ্নঃ নিম্নলিখিত কোন্‌ রাজনৈতিক নেতা প্রথম অসহযোগ আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিল? -

(ক) মহাত্মা গান্ধী

(খ) হসরত মোহানী

(গ) সি আর দাশ

(ঘ) মতিলাল নেহেরু

উত্তরঃ (ক) মহাত্মা গান্ধী


প্রশ্নঃ পনির ও রাজমাতে বেশি পরিমানে কি থাকে? -

(ক) খনিজ মৌল

(খ) ভিটামিন

(গ) ফ্যাট

(ঘ) প্রোটিন

উত্তরঃ (ঘ) প্রোটিন


প্রশ্নঃ "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" - কে লিখেছেন? -

(ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

(খ) নবীনচন্দ্র সেন

(গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ (ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close