Current Affairs / 3-07-2021 Part 6
প্রশ্নঃ অক্সিজেন গ্যাসকে ফায়ার গ্যাস কে বলেছেন? -
(ক) পিস্টলে
(খ) ল্যাভসেয়র
(গ) ক্যাভেন্ডিস
(ঘ) হেলমন্ড
উত্তরঃ (ক) পিস্টলে
প্রশ্নঃ কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? -
(ক) রামকৃষ্ণ পরমংসদেব
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন্ ধর্ম বিভক্ত? -
(ক) বৌদ্ধ
(খ) মুসলিম
(গ) জৈন
(ঘ) হিন্দু
উত্তরঃ (গ) জৈন
প্রশ্নঃ আন্নাকালী পাকড়াশী কার ছদ্মনাম? -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) বিদ্যাসাগর
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয় -
(ক) মুম্বাই
(খ) মাদ্রাজ
(গ) কলকাতা
(ঘ) নিউ দিল্লী
উত্তরঃ (গ) কলকাতা
প্রশ্নঃ পৃথিবীর একমাত্র দেশ যে ফুটবল ও ক্রিকেত বিশ্বকাপ উভয় জিতেছে -
(ক) অস্ট্রেলিয়া
(খ) দক্ষিণ আফ্রিকা
(গ) ভারত
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (ঘ) ইংল্যান্ড
প্রশ্নঃ টারটারিক অ্যাসিড কিসে পাওয়া যায় না? -
(ক) আঙ্গুর
(খ) কাঁচা আম
(গ) তেঁতুল
(ঘ) পালং শাক
উত্তরঃ (গ) তেঁতুল
প্রশ্নঃ সমস্ত অ্যাসিডে সাধারণ উপাদানটি কি? -
(ক) হাইড্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) সালফার
উত্তরঃ (ক) হাইড্রোজেন
প্রশ্নঃ কোন্ রশ্মি ত্বকের ক্ষতি করে? -
(ক) এক্সরশ্মি
(খ) ইউভি রশ্মি
(গ) ইনফ্রারেড রশ্মি
(ঘ) হলুদ রশ্মি
উত্তরঃ (খ) ইউভি রশ্মি
প্রশ্নঃ ভারতের প্রথম মহাকাশচারী কে? -
(ক) কল্পনা চাওলা
(খ) রাকেশ শর্মা
(গ) ইউরি গ্যাগারিন
(ঘ) ভি টেরেস্কোভা
উত্তরঃ (খ) রাকেশ শর্মা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ