মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দ্বিতীয় শ্রেণি
পর্ব ৫
সমস্যা সমাধানে সক্ষমতা
১) নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
ক) 'গাছে গাছে' কবিতায় কবি কী কী ফলের কথা উল্লেখ করেছেন?
উত্তরঃ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা "গাছে গাছে" কবিতায় যে যে ফলের কথা উল্লেখ আছে তা হল - আম, জাম, লিচু, কুল, বেল, তাল, ন্যাসপাতি, জামরুল, কলা ও কাঁঠাল।
খ) একটি ফলের নাম লেখো যে নামে একটি ফুলও আছে।
উত্তরঃ "বেল" হল এমন নাম যা একটি ফল এবং ফুলের নাম।
২) নীচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো :
অনায়াসে, ঘোষণা, খুশি, ভেঁপু
অনায়াসে - সে এই কাজটি পারবে তাই সে এটি অনায়াসে করতে পারবে।
ঘোষণা - শিক্ষক মহাশয় আজ আমাদের ছুটির ঘোষণা করলেন।
খুশি - উচ্চমাধ্যমিকে পাশ করে আজ সে খুব খুশি।
ভেঁপু - ছেলেটি খুব ভালো ভেঁপু বাজাতে পারে।
৩) Make meaningful words :
উত্তরঃ Monkey
উত্তরঃ Peacock
উত্তরঃ Sunday
৪) সমাধান করো :
ক) আমার ক্লাসে ২৩ জন বন্ধু। জন্মদিনে আমি প্রত্যেক বন্ধুকে ৩টে করে লজেন্স দেব। তাহলে আমার মোট কত লজেন্স লাগবে?
উত্তরঃ আমার ক্লাসে ২৩ জন বন্ধু।
যদি আমি প্রত্যেকে ৩টে করে লজেন্স দিয় তাহলে প্রত্যেকে পাবে,
২৩ х ৩ = ৬৯ টা
∴ আমার মোট ৬৯টি লজেন্স লাগবে।
খ) তানিয়া বাবার সঙ্গে বাজারে গিয়ে ৩ ডজন কলা কিনল। ১ ডজনে ১২টা কলা থাকে। তানিয়া কটা কলা কিনেছিল?
উত্তরঃ তানিয়া ৩ ডজন কলা কিনল।
যদি ১ ডজনে ১২টি থাকে কলা থাকে তাহলে
তানিয়া মোট কলা কিনেছিল ১২ х ৩ = ৩৬টি
গ) ক্লাসের দুই বন্ধু আজ আমার বাড়িতে এসেছে। আমার মা আমাদের তিনজনের জন্য ৯টা নাড়ু দিয়েছেন। আমরা তিনজন সমান ভাগে ভাগ করে নেব। তাহলে এক একজন কটা করে নাড়ু পাব?
উত্তরঃ ৯ টি নাড়ু প্রত্যেকে সমান ভাবে ভাগ করেনিলে প্রত্যকে পাবে,
৯ ➗ ৩ = ৩ টি করে।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ