মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
প্রথম শ্রেণি
পর্ব ৫
এসো লিখতে শিখি আর চিনতে শিখি
⬕ শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকদের বুঝিয়ে দেবেন কীভাবে নীচের নির্দেশমতো কিছু বিন্দু জুড়ে বর্ণ লেখো, দেখে বর্ণ লেখো এবং ছবিতে রং করো। এছাড়াও অভিভাবকরা শিক্ষার্থীদের প্রশ্ন পড়ে বুঝিয়ে দিয়ে সহায়তাও করতে পারেন।
১। নির্দেশমতো বিন্দু জুড়ে বর্ণ লিখবে। দেখে দেখে বর্ণগুলি লিখবে ও ছবিতে রং করবে।
উত্তরঃ
বিঃদ্রঃ উপরে বাক্সে ডানডিকের ছবিগুলি তোমরা নিজেদের উত্তরপত্রে রঙ করে নেবে।
২। বামদিকের ছবির সঙে ডানডিকের শব্দগুলি মেলাও।
উত্তরঃ
৩। যেমন খুশি একটা ছবি আঁকো।
উত্তরঃ
৪। তোমার নাম ____________
উত্তরঃ "তোমার নিজের নাম লেখো।"
বিদ্যালয়ের নাম _____________
উত্তরঃ "তোমার বিদ্যালয়ের নাম লেখো।"
অভিভাবক/অভিভাবিকার নাম ______________
উত্তরঃ "তোমার নিজের বাবা বা মায়ের নাম লেখো।"
ঠিকানা ঃ -
গ্রাম ____________
উত্তরঃ "তোমার নিজের গ্রামের নাম লেখো।"
পোস্ট অফিস ____________
উত্তরঃ "তোমার নিজের পোস্ট অফিসের নাম লেখো।"
জেলা ____________
উত্তরঃ "তোমার নিজের জেলার নাম লেখো।"
পিন কোড ____________
উত্তরঃ "তোমার নিজের পিন কোড লেখো।"
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
answer
উত্তরমুছুন