[2ND SERIES] Class 1 Bengali Activity Task 2021 Part 5 Question with Answer - প্রথম শ্রেণি বাংলা সমস্যা সমাধানে সক্ষমতা অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 1 Bengali Activity Task 2021 Part 5 Question with Answer - প্রথম শ্রেণি বাংলা সমস্যা সমাধানে সক্ষমতা অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

প্রথম শ্রেণি

সমস্যা সমাধানে সক্ষমতা

পর্ব ৫



সহজ পাঠ এর চতুর্থ পাঠ :


১. নীচের প্রশ্নের উত্তর বাক্যে লেখো :


(ক) দীনু কোন্‌ পাখীটি পোষে?

উত্তরঃ দীনু টিয়া পাখী পোষে।


(খ) পাখীটিকে কে দানা দেয়?

উত্তরঃ রানীদিদি বাটি ভরে দানা এনে দেয়।


(গ) পাখীটি উড়তে পারে না কেন?

উত্তরঃ পাখীটির পায়ে বেড়ি থাকায় সে উড়তে পারে না।


২. সাজিয়ে লেখো :


(ক) শা/পো/ক _________

উত্তরঃ পোশাক


(খ) র/বাঁ/দ __________

উত্তরঃ বাঁদর


(গ) কা/শে/আ ___________

উত্তরঃ আকাশে


(ঘ) ল/গা/শৃ ___________

উত্তরঃ শৃগাল


৩. Select English letters from the cloud to form meaningful words. Write them in the given space :


(ক) got


(খ) Sun


(গ) frog


(ঘ) hut


৪. সমাধান করো :


(ক) টেবিলে ৪টি আম ছিল। বাবা আরও ৫টি আম কিনে আনলো। এখন টেবিলে কটা আম রইল?

উত্তরঃ টেবিলে ৪টি আম ছিল

বাবা আরও ৫টি আম আনলো

ஃ এখন টেবিলে আম রইল (৪ + ৫) = ৯ টি ।


(খ) আজ বাজার থেকে ৯টি লেবু কেনা হয়েছে। ভাই ৩টে লেবু খেয়ে ফেলল। এখন তাহলে কটা লেবু থাকল?

উত্তরঃ বাজার থেকে ৯টি লেবু কেনা হয়েছে

ভাই ৩টে লেবু খেয়ে ফেলল

ஃ এখন লেবু আছে (৯ - ৩) = ৬ টি।


(গ) সকালবেলায় এক দোকানদার ১০টা মাছ নিয়ে বসল। কিছুক্ষণ পরে একটা লোক ১টা মাছ কিনে নিল। দোকানদারটার কাছে এখন কটা মাছ আছে?

উত্তরঃ সকালবেলায় এক দোকানদার ১০টা মাছ নিয়ে বসল

 একটা লোক ১টা মাছ কিনে নিল

দোকানদারটার কাছে এখন মাছ আছে (১০ - ১) = ৯টা।


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন

 

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close