মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রথম শ্রেণি
সমস্যা সমাধানে সক্ষমতা
পর্ব ৫
সহজ পাঠ এর চতুর্থ পাঠ :
১. নীচের প্রশ্নের উত্তর বাক্যে লেখো :
(ক) দীনু কোন্ পাখীটি পোষে?
উত্তরঃ দীনু টিয়া পাখী পোষে।
(খ) পাখীটিকে কে দানা দেয়?
উত্তরঃ রানীদিদি বাটি ভরে দানা এনে দেয়।
(গ) পাখীটি উড়তে পারে না কেন?
উত্তরঃ পাখীটির পায়ে বেড়ি থাকায় সে উড়তে পারে না।
২. সাজিয়ে লেখো :
(ক) শা/পো/ক _________
উত্তরঃ পোশাক
(খ) র/বাঁ/দ __________
উত্তরঃ বাঁদর
(গ) কা/শে/আ ___________
উত্তরঃ আকাশে
(ঘ) ল/গা/শৃ ___________
উত্তরঃ শৃগাল
৩. Select English letters from the cloud to form meaningful words. Write them in the given space :
(ক) got
(খ) Sun
(গ) frog
(ঘ) hut
৪. সমাধান করো :
(ক) টেবিলে ৪টি আম ছিল। বাবা আরও ৫টি আম কিনে আনলো। এখন টেবিলে কটা আম রইল?
উত্তরঃ টেবিলে ৪টি আম ছিল
বাবা আরও ৫টি আম আনলো
ஃ এখন টেবিলে আম রইল (৪ + ৫) = ৯ টি ।
(খ) আজ বাজার থেকে ৯টি লেবু কেনা হয়েছে। ভাই ৩টে লেবু খেয়ে ফেলল। এখন তাহলে কটা লেবু থাকল?
উত্তরঃ বাজার থেকে ৯টি লেবু কেনা হয়েছে
ভাই ৩টে লেবু খেয়ে ফেলল
ஃ এখন লেবু আছে (৯ - ৩) = ৬ টি।
(গ) সকালবেলায় এক দোকানদার ১০টা মাছ নিয়ে বসল। কিছুক্ষণ পরে একটা লোক ১টা মাছ কিনে নিল। দোকানদারটার কাছে এখন কটা মাছ আছে?
উত্তরঃ সকালবেলায় এক দোকানদার ১০টা মাছ নিয়ে বসল
একটা লোক ১টা মাছ কিনে নিল
দোকানদারটার কাছে এখন মাছ আছে (১০ - ১) = ৯টা।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ