WB Class 8 Swastha Sarirshikhsa Model Activity Task 2021 Part - 4 WBBSE অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪
Type Here to Get Search Results !

WB Class 8 Swastha Sarirshikhsa Model Activity Task 2021 Part - 4 WBBSE অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

অষ্টম শ্রেণি


প্রথম অধ্যায় : শারীরশিক্ষার মৌলিক ধারণা


১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে ✅ চিহ্ন দাও :


(ক) কোন্‌টি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান?

(১) পেশিশক্তি

(২) গতি

(৩) নমনীয়তা

উত্তরঃ (২) গতি


(খ) শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হলো ________। 

(১) ভারসাম্য

(২) ক্ষমতা

(৩) পেশী সহনশীলতা

উত্তরঃ (৩) পেশী সহনশীলতা


(গ) ১৯০৭ সাল থেকে পরপর তিন বার ট্রেডস কাপ জেতে কোন্‌ ক্লাব?

(১) ডালহৌসি

(২) মোহনবাগান

(৩) কুমারটুলি

উত্তরঃ (২) মোহনবাগান


(ঘ) কখন 'স্প্লিন্ট' ব্যবহার করা হয়? -

(১) রক্তপাত বন্ধ করতে

(২) জ্বর কমাবার জন্য

(৩) অস্থিভঙ্গের ক্ষেত্রে

উত্তরঃ (৩) অস্থিভঙ্গের ক্ষেত্রে


২। শুন্যস্থান পূরন করো :


(ক) শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার __________।

উত্তরঃ পূর্ণ বিকাশ


(খ) দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে __________ উপর।

উত্তরঃ ক্ষিপ্রতার


(গ) 50 মিটার দৌড় __________ নির্দেশ করে।

উত্তরঃ ট্র্যাক


(ঘ) প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ __________ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাববিস্তার করে।

উত্তরঃ শারীরিক


৩। বাঁদিকের সঙ্গে ডানদিকের অংশ মেলাও :


বাঁদিকের সঙ্গে

ডানদিকের অংশ মেলাও

(ক) গতি

(i) অস্থিসন্ধির সঞ্চলন ক্ষমতা

(খ) প্রতিক্রিয়া সময়

(ii) শাটল রান

(গ) নমনীয়তা

(iii) নূন্যতম সময়ে অতিক্রান্ত দূরত্ব

(ঘ) ক্ষিপ্রতা

(iv) নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়

(ঙ) ১৮৫৪

(v) শোভাবাজার ফুটবল ক্লাব

(চ) জীতেন্দ্রকৃষ্ণ দেব

(vi) হওয়া ভরতি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু


উত্তরঃ 

বাঁদিকের সঙ্গে

ডানদিকের অংশ মেলাও

(ক) গতি

(iii) নূন্যতম সময়ে অতিক্রান্ত দূরত্ব

(খ) প্রতিক্রিয়া সময়

(iv) নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়

(গ) নমনীয়তা


(i) অস্থিসন্ধির সঞ্চলন ক্ষমতা

(ঘ) ক্ষিপ্রতা


(ii) শাটল রান

(ঙ) ১৮৫৪

(vi) হওয়া ভরতি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু

(চ) জীতেন্দ্রকৃষ্ণ দেব

(v) শোভাবাজার ফুটবল ক্লাব


৪। কয়েকটি বাক্যে উত্তর দাও :


(ক) শারীরিক সক্ষমতার দক্ষতাসম্পর্কিত উপাদানগুলির নাম লেখো।

উত্তরঃ শারীরিক সক্ষমতার দক্ষতাসম্পর্কিত উপাদানগুলির নাম হলও -

(১) গতি

(২) ক্ষমতা

(৩) ক্ষিপ্রতা

(৪) সমন্বয়সাধন

(৫) প্রতিক্রিয়া সময়

(৬) ভারসাম্য


(খ) শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো।

উত্তরঃ শারীরিক সক্ষমতা প্রত্যেক মানুষের জীবনে একটি মূল্যবান সম্পদ। সুস্থ, সবল ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে শারীরিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক সক্ষমতার মূল উৎস হলো। ব্যায়াম। সঠিক পদ্ধতিতে শরীরচর্চা ও বিজ্ঞানসম্মত অনুশীলনে নিম্নলিখিত ফলগুলি লাভ করা যেতে পারে।  

স্বাস্থ্যের বিকাশঃ (১) শারীরিক অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রগুলির উন্নতি ঘটে, যেমন - ফুসফুস, হৃৎপিন্ড, পরিপাকতন্ত্র, শসনতন্ত্র, পেশিতন্ত্র ইত্যাদি।

(২) পেশির শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায়।

(৩) রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

(৪) গতিহীনতার রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

(৫) সঠিক ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।


শারীরিক বিকাশঃ (১) সৌন্দর্যমন্ডিত দেহভঙ্গি ও রোগ প্রতিরোগ ক্ষমতা লাভ করা সম্ভব হয়।

(২) শারীরিক বৃদ্ধি ও বিকাশ সুসম্ভবভাবে হয়।


সামাজিক বিকাশঃ (১) দারিদ্র্য দূরীকরণ ঘটে।

(২) সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের উন্নতি ঘটে।


মানসিক বিকাশঃ (১) উদ্বেগ নিয়ন্ত্রণ ও যে-কোণো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়।

(২) সুষম মানসিক বিকাশ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। 


(গ) মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জান লেখো।

উত্তরঃ ভারতের শাসনভার তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। আর কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর। আর এই ইংরেজ সাহেবদের খেলার মাধ্যমেই কলকাতায় ফুটবলের গোড়াপত্তন। ১৮৮৯ সালের আগস্ট মাসে ১৪ নং বলরাম ঘোষ স্ট্রিটের ভূপেন্দ্রনাথ বসুর বাড়ির সভাতেই স্থির হলো মোহনবাগান ভিলায় যারা খেলছে তাদের নিয়ে গড়া হবে একটি ক্রীড়া সংগঠন। যার নাম 'মোহনবাগান স্পোর্টিং ক্লাব'। ভূপেন্দ্রনাথ বসু হলেন মোহনবাগান স্পোর্টিং ক্লাবের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক যতীন্দ্রনাথ বসু। আর ক্লাবের প্রথম অধিনায়ক হলেন মণিলাল সেন।

১৯০৭ সাল থেকে পরপর তিনবার মোহনবাগান ট্রেডস কাপ জেতার পর, সাহেবদের হারাবার স্বপ্নে বিভোর মোহনবাগান আই এফ এ শিল্ড - এও খেলার সিদ্ধান্ত গ্রহণ করে। মোহনবাগান আই এফ এ শিল্ড সেবার গর্ডন হাইল্যান্ডসকেও হারিয়ে দিয়েছিল। ১৯১১ সালে মোহনবাগান অপ্রতিরোধ্য গতিতে আই এফ এ শিল্ডে অংশগ্রহন করে। শিল্ডের প্রথম রাউন্ডের খেলায় সেন্ট জেভিয়ার্স কলেজের বিরুদ্ধে মোহনবাগান তিন গোলে জয়লাভ করে। শক্তিশালী রাইফেল ব্রিগেডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মোহনবাগান। মিডলসেক্স-এর বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করে ফাইনালে উঠল মোহনবাগান।

 শুরু হল ১৯১১ সালের আই এফ এ শিল্ড ফাইনাল খেলা। খেলা শেষের আর মাত্র কয়েক মিনিট বাকি। মোহনবাগানের খেলোয়াড় অভিলাষ ঘোষ বল ঠেলে দিলেন বিপক্ষের গোলে আর তখনই অসম্ভব সম্ভব হওয়ার আনন্দে উদবেলিত সকল বাঙালি। আকাশ - বাতাসে শুধুই মোহনবাগানের জয়ধ্বনি। মোহনবাগানের শিল্ড জয়ের বিজয়োৎসবে মুখরিত সমগ্র বাংলা। সমগ্র দেশে এসেছিল আকাল দীপাবলী। ইস্ট ইয়র্ক-কে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ, বৈপ্লবিক চেতনা জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিল মোহনবাগান।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close