WB Class 8 Science Model Activity Task 2021 Part - 4 WBBSE অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪
Type Here to Get Search Results !

WB Class 8 Science Model Activity Task 2021 Part - 4 WBBSE অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও বিজ্ঞান

অষ্টম শ্রেণি


১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ চাপের SI একক হলো -

(ক) নিউটন

(খ) নিউটন বর্গমিটার 

(গ) নিউটন/বর্গমিটার

(ঘ) নিউটন/বর্গমিটার

উত্তরঃ( গ) নিউটন/বর্গমিটার

(ঘ) নিউটন/বর্গমিটার 


১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের -

(ক) ভর সমান

(খ) প্রোটনসংখ্যা সমান

(গ) নিউট্রনসংখ্যা সমান

(ঘ) ভরসংখ্যা সমান

উত্তরঃ (ঘ) ভরসংখ্যা সমান


১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ন কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো -

(ক) মাইটোকনড্রিয়া

(খ) রাইবোজোম

(গ) নিউক্লিয়াস

(ঘ) লাইসোজোম

উত্তরঃ (ঘ) লাইসোজোম


২. সংক্ষিপ্ত উত্তর দাও :


২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? 

উত্তরঃ 9.8 N


২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো - Na, Fe, (H), Cu, Au। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো।

উত্তরঃ Na


২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে?

উত্তরঃ রড কোশ


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৩.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো।

উত্তরঃ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো -

এখানে q1 ও q2 হলো তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমান r হলে তড়িতাহিত বস্তুদুটির মধ্যের দূরত্ব এবং F হলো বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎবল। 

F রাশিটির একক : 




৩.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়?

উত্তরঃ জীবের সবক্ষেত্রেই তাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের তাপের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রাণীদেহে বিশেষ কতকগুলি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা পরিবর্তন ঘটে। যেমন - শীতপ্রধান অঞ্চলের কুকুর বেশি লোমশযুক্ত হয়। গিরগিটি বা সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীর শরীর গরম করতে রোদ পোহায়।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :


৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও।

উত্তরঃ 

জলের প্রাথমিক গঠন 



মিথেন অনুর প্রাথমিক গঠন 



অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন 





৪.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।

উত্তরঃ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত -

 (১) সিস্টারনি ঃ এগুলি শাখাবিহীন, লম্বা, চ্যাপটা, থলির মতো দেখতে।


(২) ভেসিকল ঃ এগুলি গোলাকার বা ডিম্বাকার গহ্বরের মতো দেখতে।


(৩) টিউবিউল ঃ এগুলি শাখাযুক্ত নালিকাকার গঠনবিশেষ।


এন্ডোপ্লাজমীয় কাজ ঃ এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। প্রত্যক্ষ বা পরক্ষভাবে কোশ অঙ্গাণু গঠনে অংশ নেয়। সাইটোপ্লাজমের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াকে পৃথক রাখে। দানকার বা অমসৃন এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

 

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close