LightBlog
WB Class 7 History Model Activity Task - 3 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
Type Here to Get Search Results !

WB Class 7 History Model Activity Task - 3 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩

 History

Class - VII

বিষয় - মুঘল সাম্রাজ্য



ক) সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো -



1. 'সড়ক ই আজম' নির্মাণ করেন - (হুমায়ুন/ শেরশাহ/ আকবর)।
উত্তরঃ 'সড়ক ই আজম' নির্মাণ করেন - শেরশাহ।

2. বীরবলের প্রকৃত নাম ছিল - (বিষেন দাস/ চরণ দাস/ মহেশ দাস)।
উত্তরঃ বীরবলের প্রকৃত নাম ছিল - মহেশ দাস।

3. দহসালা বন্দোবস্ত প্রবর্তন করেন - (আকবর/ শাহজাহান/ ঔরঙ্গজেব)।
উত্তরঃ দহসালা বন্দোবস্ত প্রবর্তন করেন - আকবর।

খ) ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখ -

ক স্তম্ভ
i) মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা
ii) হুমায়ুন পরবর্তী আফগান শাসন
iii) শেরশাহ পরবর্তী মুঘল শাসক
iv) দীন-ই-ইলাহী
খ স্তম্ভ
a) শেরশাহ
b) বাবর
c) আকবর
d) হুমায়ুন
উত্তরঃ i) মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা - b) বাবর
ii) হুমায়ুন পরবর্তী আফগান শাসন - a) শেরশাহ
iii) শেরশাহ পরবর্তী মুঘল শাসক - d) হুমায়ুন
iv) দীন-ই-ইলাহী - c) আকবর

গ) দু এক কথায় উত্তর দাও :

1. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় এবং বাবর জয়ী হন।

2. পাট্টা ও কবুলিয়ত কি?
উত্তরঃ শেরশাহের আমলে প্রজারা রাজস্ব প্রদানের শর্ত স্বীকার করে সম্রাটকে যে দলিল দিত তা "কবুলিয়ত" নামে পরিচিত ছিল। সম্রাট প্রজাকে রাজস্ব উল্লেখ করে জমির স্বত্ব সম্বলিত যে দলিল প্রদান করতেন, তা "পাট্টা" নামে পরিচিত ছিল।

3. দাগ ও হুলিয়া কি?
উত্তরঃ আলাউদ্দিন খলজির পূর্বে দিল্লির সুলতানদের কোনো স্থায়ি সেনাবাহিনী ছিল না। কিন্তু তিনিই প্রথম সম্রাট যিনি একটি স্থায়ী সেনাদল গঠন করেন। দিল্লিতে সব সময়ের জন্য একটি সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হত। সেনাবাহিনীর দূর্নীতি বন্ধ করার জন্য তিনি "হুলিয়া ও দাগ" ব্যবস্থা চালু করেন। "হুলিয়া" হল প্রতিটি সেনার দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা, আর "দাগ" হল ঘোড়ার চিহ্নিত করন।

4. আবুল ফজল কে ছিলেন?
উত্তরঃ আবুল ফজল ছিলেন আকবরের একজন বিশিষ্ট সভাকবি। আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম হল - "আকবর নামা" এবং "আইন-ই-আকবরি"।

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close