মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও ইতিহাস
সপ্তম শ্রেণি
১. ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা।
২. ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. সেনযুগে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল - এই উক্তিটির স্বপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখো।
উত্তরঃ পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্যধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পুজো করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষ্ণণসেন ছিলেন বৈষ্ণব, তবে তার তাঁর পূর্বসূরিরা ছিলেন শৈব।
২. প্রাচীন বাংলার যে অঞ্চল ও কোন নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছো তার একটি তালিকা তৈরি করো।
উত্তরঃ প্রাচীন বাংলার প্রধান অঞ্চল হলো -
(ক) পুণ্ড্রবর্ধন
(খ) বরেন্দ্র
(গ) বঙ্গ
(ঘ) বঙ্গাল
(ঙ) রাঢ়
(চ) সুহ্ম
(ছ) গৌড়
(জ) সমতট
(ঝ) হরিকেল
(ঞ) বিক্রমপুর
প্রাচীন বাংলার প্রধান নদী হলো -
(ক) গঙ্গা
(খ) যমুনা
(গ) অজয়
(ঘ) ভাগীরথী
(ঙ) পদ্মা
(চ) ময়ূরাক্ষী
(ছ) দামোদর
(জ) কাঁসাই
(ঝ) ব্রহ্মপুত্র
(ঞ) তিস্তা
৩. ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি? দুটি অথবা তিনটি বাক্যে লেখো।
উত্তরঃ ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবিঃ
মধ্যযুগে ভারতের সামন্ত-ব্যবস্থা পুরোপুরি জমির ওপর নির্ভরশীল ছিল। সামন্ত-ব্যবস্থায় রাজা তাঁর রাজ্যের জমি নির্দিষ্ট রাজত্ব দেওয়ার শর্তে কয়েকজন বিশ্বস্ত অধস্তন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতেন। অধস্তন ব্যক্তি হতেন মহাসামন্ত। তিনি আবার তাঁর এলাকার জমি কয়েকজন বিশ্বস্ত অধস্তন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারতেন। কৃষক ও রাজার মধ্যে কয়েকটি স্তরে জমি ভাগ করে রাজস্ব আদায় ও শাসন পরিচালনার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয়। তাই ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে একখানা ত্রিভুজের মতো দেখায়, কারন -
(১) এর সর্বোচ্চে থাকেন একজন রাজা।
(২) তার নীচের স্তরে থাকেন তাঁদের অধস্তন সামন্তরা এবং তার নিচের স্তরে থাকেন তাঁদের অধস্তন সামন্তরা বা এইভাবে একেবারে শেষের স্তরে থাকে সংখ্যাগরিষ্ঠ কৃষকরা।
৪. পাল ও সেন যুগের কি কি ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো। এই ফসল গুলি কোন কোনটি এখনো চাষ করা হয়?
উত্তরঃ পাল-সেন যুগে কৃষি, শিল্প ও বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান, সরষে এবং নানারকমের ফল, যেমন -আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল প্রভৃতি। এছাড়া ছিল কার্পাস, তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া ইত্যাদি।
এই ফসল গুলির ধান এখনো চাষ করা হয়।
Other Model Activity Task : Model Activity Task 2022
Saptam Shani part 2 itihaas itihaas part 2
উত্তরমুছুনPrashn uttar
Amar HistoryClass a Answer
উত্তরমুছুন