মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সমন্বয় সাধনে সক্ষমতা
Ability to Correlate
দ্বিতীয় শ্রেণি
১। ক) স্তম্ভ মেলাও ঃ
ত + ত |
ত্র |
র + গ |
জ্ঞ |
ত + র |
ত্ত |
জ + ত্র |
র্গ |
উত্তরঃ ত + ত - ত্ত
র + গ - র্গ
ত + র - ত্র
জ + ঞ - জ্ঞ
খ) Match the columns :
A |
B |
banana |
Black |
milk |
Green |
grass |
Blue |
sky |
Yellow |
hair |
white |
Answer : Banana - Yellow
Milk - White
Grass - Green
Sky - Blue
Hair - Black
গ) শূন্যস্থানে শব্দ বসাও ঃ
২ নম্বর গ্লাসে ১ নম্বর গ্লাসের থেকে ________ জল আছে কিন্তু
৩ নম্বর গ্লাসের থেকে __________ জল আছে।
১ নম্বর গ্লাসের সবচেয়ে __________ জল আছে।
৩ নম্বর গ্লাসে সবচেয়ে ____________ জল আছে।
উত্তরঃ ২ নম্বর গ্লাসে ১ নম্বর গ্লাসের থেকে কম জল আছে কিন্তু
৩ নম্বর গ্লাসের থেকে বেশি জল আছে।
১ নম্বর গ্লাসের সবচেয়ে বেশি জল আছে।
৩ নম্বর গ্লাসে সবচেয়ে কম জল আছে।
২। ক) বসন্তকালে তোমার কেমন লাগে লেখো।
উত্তরঃ বসন্তকাল আমার খুব ভালোলাগে। বসন্তকালে প্রায় সমস্ত গাছ ফুল ও ফলে সম্পূর্ণ থাকে। বছরের এই সময়ে বসন্ত উৎসব অর্থাৎ রঙখেলা হয়। বছরের এই না খুব ঠান্ডা না খুব গরম থাকে। তাই অন্যান্য কালের থেকে বসন্তকাল আমার কাছে খুব ভালোলাগে।
খ) Fill in the chart :
Number
of days |
Name
of the month / months |
28 days |
|
30 days |
|
31 days |
|
Answer :
28 days - February,
30 days - April, June, September, November
31 days - January, March, May, July, August, October, December
গ) স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ