Current Affairs / 30-06-2021
প্রশ্নঃ আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয়?
(ক) সুক্রোজ
(খ) গ্লুকোজ
(গ) ফ্রুকটোজ
(ঘ) সেলুলোজ
উত্তরঃ (খ) গ্লুকোজ
প্রশ্নঃ নুরজাহান কথার অর্থ হল -
(ক) পবিত্র ভূমি
(খ) পদমর্যাদা
(গ) জগতের আলো
(ঘ) মুক্তিপথ নির্মাতা
উত্তরঃ (গ) জগতের আলো
প্রশ্নঃ "বৃহৎসংহিতা" গ্রন্থের রচয়িতা কে? -
(ক) আর্যভট্ট
(খ) বরাহমিহির
(গ) আমর সিংহ
(ঘ) ব্রহ্মগুপ্ত
উত্তরঃ (খ) বরাহমিহির
প্রশ্নঃ হরপ্পা কোন্ নদীর তীরে অবস্থিত ছিল? -
(ক) সিন্ধু
(খ) যমুনা
(গ) গঙ্গা
(ঘ) গোদাবরী
উত্তরঃ (ক) সিন্ধু
প্রশ্নঃ "খালি পেটে ধর্ম হয় না" - কার উক্ত? -
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) রুশো
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) জগদীশ চন্দ্র বসু
উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ "হান্টার কমিশন" গঠন করেন -
(ক) লর্ড রিপন
(খ) লর্ড বেন্টঙ্ক
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড কার্জন
উত্তরঃ (ক) লর্ড রিপন
প্রশ্নঃ ধনে খালি কী জন্য বিখ্যাত? -
(ক) কাগজ শিল্পের জন্য
(খ) পাট শিল্পের জন্য
(গ) তাঁত শিল্পের জন্য
(ঘ) চর্ম শিল্পের জন্য
উত্তরঃ (গ) তাঁত শিল্পের জন্য
প্রশ্নঃ AIDS রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধ হলো -
(ক) জিডোভুডিন
(খ) মিকোনোজোল
(গ) ননোক্সিনোল
(ঘ) ভিরাজোল
উত্তরঃ (ক) জিডোভুডিন
প্রশ্নঃ ফোটোগ্রাফিক প্লেটে আলো ফেলা হল - এটি কিরূপ পরিবর্তন? -
(ক) ভৌত পরিবর্তন
(খ) রাসায়নিক পরিবর্তন
(গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) রাসায়নিক পরিবর্তন
প্রশ্নঃ চম্পারন সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল? -
(ক) ১৯১৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৯১৯ খ্রিষ্টাব্দে
(গ) ১৯২২ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯২৫ খ্রিষ্টাব্দে
উত্তরঃ (ক) ১৯১৭ খ্রিষ্টাব্দে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ