Current Affairs / 28-06-2021 Part 2
প্রশ্নঃ "সিটি অব প্যালেস" কাকে বলা হয়? -
(ক) জয়পুর
(খ) দিল্লী
(গ) কলকাতা
(ঘ) হায়দ্রাবাদ
উত্তরঃ (গ) কলকাতা
প্রশ্নঃ কোন্ সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? -
(ক) ৪০তম সংশোধন
(খ) ৪২তম সংশোধন
(গ) ৫৬তম সংশোধন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ৪২তম সংশোধন
প্রশ্নঃ আন্নামালাই পর্বত কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) হিমাচল প্রদেশ
(খ) তেলেঙ্গানা
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ঘ) তামিলনাড়ু
প্রশ্নঃ "গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো" - কার উক্তি? -
(ক) রামপ্রসাদ সেন
(খ) ভরতচন্দ্র রায়গুণকার
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়? -
(ক) ২৬ মাইল
(খ) ২৬ মাইল ৩৮৫ গজ
(গ) ২৭ মাইল
(ঘ) ২৮ মাইল ২৮০ গজ
উত্তরঃ (খ) ২৬ মাইল ৩৮৫ গজ
প্রশ্নঃ হৃৎপিন্ডের পেশীকে কী বলে? -
(ক) সক্রেরেটিক
(খ) পেরিকার্ডিয়াম
(গ) পলিকার্ডিয়াম
(ঘ) মায়োকার্ডিয়াম
উত্তরঃ (ঘ) মায়োকার্ডিয়াম
প্রশ্নঃ "My Music, My Life" - গ্রন্থটির রচয়িতা কে? -
(ক) পন্ডিত শিবকুমার শর্মা
(খ) পন্ডিত রবিশঙ্কর
(গ) ওস্তাদ জাকির হোসেন
(ঘ) ওস্তাদ আমজাদ আলী খাঁ
উত্তরঃ (খ) পন্ডিত রবিশঙ্কর
প্রশ্নঃ "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই" - কার উক্তি? -
(ক) ঈশ্বর গুপ্ত
(খ) চন্ডীদাস
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ (খ) চন্ডীদাস
প্রশ্নঃ "হাইড্রোলিক প্রেস" যন্ত্রের কার্যনীতি কোন্ সূত্রের ওপর নির্মিত? -
(ক) পাস্কাল
(খ) বার্নোলী
(গ) রেনন্ড
(ঘ) আর্কিমিডিসের সূত্র
উত্তরঃ (ক) পাস্কাল
প্রশ্নঃ গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় সেটি হল -
(ক) নিস
(খ) কোয়ার্টজাইট
(গ) মার্বেল
(ঘ) স্লেট
উত্তরঃ (ক) নিস
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ