Current Affairs / 28-06-2021 Part 3
প্রশ্নঃ আধুনিক অলিম্পিক গেমস কত সালে শুরু হয়? -
(ক) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়, এটি হল -
(ক) হাইড্রো ট্রপিক চলন
(খ) সিসমোন্যাস্টিক চলন
(গ) থার্মোন্যাস্টিক চলন
(ঘ) জিওট্রপিক চলন
উত্তরঃ (গ) থার্মোন্যাস্টিক চলন
প্রশ্নঃ নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? -
(ক) শুটিং
(খ) স্নুকার
(গ) জাভলিন থ্রো
(ঘ) ব্যাডমিন্টন
উত্তরঃ (গ) জাভলিন থ্রো
প্রশ্নঃ ঘনকোণের একক হল -
(ক) ডিগ্রী
(খ) ক্যান্ডেলা
(গ) স্টেরেডিয়ান
(ঘ) পাস্কল
উত্তরঃ (গ) স্টেরেডিয়ান
প্রশ্নঃ মান্নার উপসাগর কোন্ দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? -
(ক) মায়ানমার
(খ) শ্রীলঙ্কা
(গ) বাংলাদেশ
(ঘ) ভুটান
উত্তরঃ (খ) শ্রীলঙ্কা
প্রশ্নঃ "রুবল" কোন্ দেশের মুদ্রা? -
(ক) জাপান
(খ) রাশিয়া
(গ) চীন
(ঘ) সিঙ্গাপুর
উত্তরঃ (খ) রাশিয়া
প্রশ্নঃ বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? -
(ক) ২৭ টি
(খ) ২৮ টি
(গ) ২৯ টি
(ঘ) ২৬ টি
উত্তরঃ (খ) ২৮ টি
প্রশ্নঃ রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল -
(ক) শেল
(খ) গ্রানাইট
(গ) ব্যাসল্ট
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) ব্যাসল্ট
প্রশ্নঃ গোয়ার রাজধানীর নাম কি? -
(ক) পানাজী
(খ) কোহিমা
(গ) ইটানগর
(ঘ) রায়পুর
উত্তরঃ (ক) পানাজী
প্রশ্নঃ বোম্বাই রাজ্যটিকে ভেঙে কোন্ দুটি রাজ্যে পরিণত করা হয়? -
(ক) মহারাষ্ট্র ও গুজরাট
(খ) মহারাষ্ট্র ও কর্ণাটক
(গ) মহারাষ্ট্র ও গোয়া
(ঘ) মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ
উত্তরঃ (ক) মহারাষ্ট্র ও গুজরাট
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ