Current Affairs / 28-06-2021 Part 4
প্রশ্নঃ ত্বকের সমস্যা কোন্ ভিটামিনের অভাবে দেখা যায় -
(ক) ভিটামিন A
(খ) ভিটামিন D
(গ) ভিটামিন K
(ঘ) ভিটামিন E
উত্তরঃ (ঘ) ভিটামিন E
প্রশ্নঃ মানব শরীরের মোট মাসপেশির সংখ্যা কত? -
(ক) ২০৬ টি
(খ) ৩৬৯ টি
(গ) ৬৩৯ টি
(ঘ) ৯৩৬ টি
উত্তরঃ (ঘ) ৯৩৬ টি
প্রশ্নঃ "করেঙ্গে ইয়া মরেঙ্গে" কোন্ আন্দোলনের মন্ত্র ছিল? -
(ক) অসহযোগ
(খ) ভারত ছাড়
(গ) কৃষক
(ঘ) আইন অমান্য
উত্তরঃ (খ) ভারত ছাড়
প্রশ্নঃ মানব শরীরের সবচেয়ে বড়ো গ্রন্থির নাম কি? -
(ক) বৃক্ক
(খ) যকৃৎ
(গ) মূত্রাশয়
(ঘ) হৃৎপিন্ড
উত্তরঃ (খ) যকৃৎ
প্রশ্নঃ আশোক তাঁর শিলালিপিতে নিজেকে অভিহিত করেন কী বলে? -
(ক) দেবনামপ্রিয় প্রিয়দর্শিকা
(খ) ধর্ম্মাশোক
(গ) দৈবপুত্র
(ঘ) প্রিয়দর্শী
উত্তরঃ (ক) দেবনামপ্রিয় প্রিয়দর্শিকা
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? -
(ক) প্রথম চন্দ্রগুপ্ত
(খ) সমুদ্রগুপ্ত
(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(ঘ) স্কন্দগুপ্ত
উত্তরঃ (গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ "রোহিঙ্গারা" কোথাকার অধিবাসী? -
(ক) ভুটান
(খ) তিব্বত
(গ) ফিলিপিন্স
(ঘ) মায়ানমার
উত্তরঃ (ঘ) মায়ানমার
প্রশ্নঃ বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা কয়টি? -
(ক) ৬ টি
(খ) ৭ টি
(গ) ৮ টি
(ঘ) ৯ টি
উত্তরঃ (ঘ) ৯ টি
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের মুখ্য স্থাপতি কাকে বলে? -
(ক) বি এন রাও
(খ) ডঃ বি আর আম্বেদকর
(গ) এন গোপালস্বামী আয়াঙ্গর
(ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ (খ) ডঃ বি আর আম্বেদকর
প্রশ্নঃ মানব শরীরে তাপ কোথায় সঞ্চিত হয়? -
(ক) হাইপোথ্যালাম গ্রন্থি
(খ) অ্যাড্রিনালীন গ্রন্থি
(গ) প্যারাথাইরেড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) হাইপোথ্যালাম গ্রন্থি
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ