Current Affairs / 28-06-2021 Part 7
প্রশ্নঃ নিম্নলিখিত লোহিতরক্ত কণিকা কোথায় তৈরি হয়? -
(ক) প্লীহা
(খ) অস্থিমজ্জা
(গ) অগ্ন্যাশয়
(ঘ) বৃক্ক
উত্তরঃ (খ) অস্থিমজ্জা
প্রশ্নঃ "নদীয়া কাহিনী" গ্রন্থটির লেখক কে ছিলেন? -
(ক) রাধানাথ বসু
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) কুমুদনাথ মল্লিক
(ঘ) রামরাম বসু
উত্তরঃ (গ) কুমুদনাথ মল্লিক
প্রশ্নঃ মাউন্ট ব্যাটেন ঘোষিত পাকিস্থানকে কে বিকালাঙ্গ ও কীট দগ্ধ বলেছেন? -
(ক) সৈয়দ আহমেদ
(খ) কংগ্রেস
(গ) রহমত আলি
(ঘ) আলি জিন্না
উত্তরঃ (ঘ) আলি জিন্না
প্রশ্নঃ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? -
(ক) রাষ্ট্রপতি
(খ) রাজ্যপাল
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) উপরাষ্ট্রপতি
উত্তরঃ (খ) রাজ্যপাল
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যের প্রধান উৎসব "ওনাম"?
(ক) আসাম
(খ) কর্ণাটক
(গ) কেরালা
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (গ) কেরালা
প্রশ্নঃ আজাদ হিন্দ ফৌজ মনিপুরের কোন্ শহরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিল? -
(ক) ইম্ফল
(খ) নকরেম
(গ) উখরল
(ঘ) মৈরাং
উত্তরঃ (ঘ) মৈরাং
প্রশ্নঃ "দুরাণী" বংশের প্রতিষ্ঠতা কে ছিলেন? -
(ক) আহমদ শাহ আবদালি
(খ) ইব্রাহিম লোদি
(গ) সেলিম দুরানী
(ঘ) মুর্শিদকুলি খাঁ
উত্তরঃ (ক) আহমদ শাহ আবদালি
প্রশ্নঃ সম্প্রতি "ডোকলাম" বিতর্ক কোন্ কোন্ দেশের মধ্যে হয়েছিল? -
(ক) ভারত - পাকিস্থান
(খ) ভারত - নেপাল
(গ) ভারত - চিন
(ঘ) ভারত - ভুটান
উত্তরঃ (গ) ভারত - চিন
প্রশ্নঃ কোকোনাট ট্রাইঙ্গেল কোন্ দেশকে বলা হয় -
(ক) সিঙ্গাপুর
(খ) শ্রীলংকা
(গ) মালয়েশিয়া
(ঘ) মায়ানমার
উত্তরঃ (খ) শ্রীলংকা
প্রশ্নঃ কোন্ ভারতীয় চিত্রপরিচালক অস্কার পুরস্কার পান? -
(ক) সত্যজিৎ রায়
(খ) দাদসাহেব ফালকে
(গ) ঋত্বিক ঘটক
(ঘ) তরুন মজুমদার
উত্তরঃ (ক) সত্যজিৎ রায়
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ