Current Affairs / 28-06-2021 Part 5
প্রশ্নঃ কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? -
(ক) সৈয়দ আহমেদ খান
(খ) মোহাম্মদ আলী জিন্নাহ
(গ) আবুল কালাম আজাদ
(ঘ) উপরের কেউ না
উত্তরঃ (ক) সৈয়দ আহমেদ খান
প্রশ্নঃ স্প্রিং তুলার কার্যনীতি কোন্ বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? -
(ক) যান্ত্রিক বল
(খ) আসঞ্জন বল
(গ) মহাকর্ষ বল
(ঘ) অভিকর্ষজ বল
উত্তরঃ (ঘ) অভিকর্ষজ বল
প্রশ্নঃ বঙ্গদর্শন পত্রিকাটি কখন প্রথম প্রকাশিত হয়? -
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ নীচের কোন্ রাজ্যে "ভবানীসাগর বাঁধ" আছে? -
(ক) পাঞ্জাব
(খ) তামিলনাড়ু
(গ) উত্তর প্রদেশ
(ঘ) তেলাঙ্গানা
উত্তরঃ (খ) তামিলনাড়ু
প্রশ্নঃ গণপরিষদ গঠনের প্রস্তাব কবে প্রথম আলোচিত হয়? -
(ক) ১৯২২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯২২ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ প্রোটন কণা কে আবিষ্কার করেন? -
(ক) রাদারফোর্ড
(খ) জে জে টমসন
(গ) অ্যাভোগাড্রো
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) রাদারফোর্ড
প্রশ্নঃ ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন্ আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? -
(ক) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯
(খ) ভারতশাসন আইন ১৯১৯
(গ) ভারতশাসন আইন ১৯৩৫
(ঘ) ভারতশাসন আইন ১৯৪৮
উত্তরঃ (গ) ভারতশাসন আইন ১৯৩৫
প্রশ্নঃ কোন্ রাজ্য আকবর জয় করতে পারেনি? -
(ক) বাংলা
(খ) গুজরাট
(গ) আসাম
(ঘ) জম্মু-কাশ্মীর
উত্তরঃ (গ) আসাম
প্রশ্নঃ 1 গ্যালন = কত লিটার? -
(ক) 4.546 L
(খ) 5 L
(গ) 5.345 L
(ঘ) 6 L
উত্তরঃ (ক) 4.546 L
প্রশ্নঃ মানুষের জন্ডিস হলে শরীরের কোন্ অংশকে ক্ষতি করে? -
(ক) বৃক্ক
(খ) হৃৎপিন্ড
(গ) যকৃৎ
(ঘ) প্লীহা
উত্তরঃ (গ) যকৃৎ
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ