Current Affairs / 28-06-2021 Part 1
প্রশ্নঃ "শিক্ষা দানের কাজ বাগানের মালির মত" - কার উক্তি? -
(ক) সম্রাট আশোক
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) রুশো
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ (গ) রুশো
প্রশ্নঃ পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? -
(ক) কঠিন
(খ) তরল
(গ) গ্যাসীয়
(ঘ) প্লাজমা
উত্তরঃ (ঘ) প্লাজমা
প্রশ্নঃ ৩৮তম প্যারালাল বিভক্ত করে -
(ক) ভারত ও নেপাল
(খ) ভিয়েতনাম ও কাম্পুচিয়া
(গ) ভারত ও পাকিস্তান
(ঘ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তরঃ (ঘ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে -
(ক) সংবিধান সংশোধন
(খ) কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট
(গ) রাজ্য সরকারের বার্ষিক বাজেট
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) রাজ্য সরকারের বার্ষিক বাজেট
প্রশ্নঃ নীচে কোন্ দেশের মুদ্রার নাম ডলার? -
(ক) চীন
(খ) জাপান
(গ) সিঙ্গাপুর
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) সিঙ্গাপুর
প্রশ্নঃ একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে -
(ক) অর্ধেক দিন এগিয়ে যায়
(খ) অর্ধেক দিন পিছিয়ে যায়
(গ) একদিন পিছিয়ে যায়
(ঘ) একদিন এগিয়ে যায়
উত্তরঃ (ঘ) একদিন এগিয়ে যায়
প্রশ্নঃ লোক সভার স্পিকার -
(ক) দুই বিরোধীপক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন
(খ) কোনো ভোট দিতে পারেন না
(গ) লোকসভার অন্য যে-কোনো সদস্যের মতো ভোট দেন
(ঘ) দুটি ভোট দিতে পারেন - একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে
উত্তরঃ (ক) দুই বিরোধীপক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন
প্রশ্নঃ অর্থবিল কোথায় উপস্থাপিত হয় না? -
(ক) পার্লামেন্ট
(খ) রাজ্যসভা
(গ) লোকসভা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) রাজ্যসভা
প্রশ্নঃ ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র "দক্ষিণ গঙ্গোত্রী" কোথায় অবস্থিত? -
(ক) হিমালয়
(খ) আরবসাগর
(গ) ভারত মহাসাগর
(ঘ) আন্টার্কটিকা
উত্তরঃ (ঘ) আন্টার্কটিকা
প্রশ্নঃ রাজ্যপাল দ্বারা জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হতে হবে -
(ক) রাষ্ট্রপতি কর্তৃক
(খ) রাজ্য আইনসভা কর্তৃক
(গ) মুখ্যমন্ত্রী কর্তৃক
(ঘ) রাজ্য মন্ত্রীসভা কর্তৃক
উত্তরঃ (ক) রাষ্ট্রপতি কর্তৃক
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ