Current Affairs / 27-06-2021 Part 3
প্রশ্নঃ লালারসের উৎসেচক হল -
(ক) মলটেজ
(খ) পেপসিন
(গ) ট্রিপসিন
(ঘ) সুক্রোজ
উত্তরঃ (খ) পেপসিন
প্রশ্নঃ সম্প্রতি বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি করতে চলেছে কোন্ দেশ? -
(ক) ডেনমার্ক
(খ) মেক্সিকো
(খ) ইন্দোনেশিয়া
(ঘ) নরওয়ে
উত্তরঃ (ক) ডেনমার্ক
প্রশ্নঃ ডেসিমেল - এর প্রবর্তক কে? -
(ক) আর্যভট্ট
(খ) বানভট্ট
(গ) ব্রহ্মগুপ্ত
(ঘ) ভাস্কর
উত্তরঃ (ঘ) ভাস্কর
প্রশ্নঃ প্রাচীন ভারতের নিখ্যাত চিকিৎসক হলেন -
(ক) ইমহোটেপ
(খ) জেনার
(গ) লুই পাস্তুর
(ঘ) চরক
উত্তরঃ (ঘ) চরক
প্রশ্নঃ ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল -
(ক) একনায়কতান্ত্রিক
(খ) গণতান্ত্রিক
(গ) সামরিক
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) গণতান্ত্রিক
প্রশ্নঃ মুসলিম লীগ কোন্ সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? -
(ক) ১৯৩৯ সালে
(খ) ১৯৪০ সালে
(গ) ১৯৪১ সালে
(ঘ) ১৯৪২ সালে
উত্তরঃ (খ) ১৯৪০ সালে
প্রশ্নঃ "হর্ষচরিত" - এর রচয়িতা কে? -
(ক) কৌটিল্য
(খ) বাণভট্ট
(গ) হর্ষবর্ধন
(ঘ) রবিকীর্তি
উত্তরঃ (খ) বাণভট্ট
প্রশ্নঃ সাধারণ মানুষের সামাজিক জীবন নিয়ে ইতিহাসচর্চা শুরু হয় -
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? -
(ক) ২১ বছর
(খ) ২৪ বছর
(গ) ২৫ বছর
(ঘ) ২৬ বছর
উত্তরঃ (গ) ২৫ বছর
প্রশ্নঃ বৃষ্টির ফোটার বৃত্তাকার হওয়ার কারণ কি? -
(ক) বাতাসের চাপ
(খ) পৃষ্ঠটান
(গ) অভিকর্ষজ টান
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) পৃষ্ঠটান
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ